কড়াকড়ির মধ্যেই দেদার দর্শনার্থী ঢুকছেন সচিবালয়ে!
করোনার কারণে সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে রয়েছে বিধি-নিষেধ। কর্মকর্তারাও পাস দিচ্ছেন না। তাই বলে দর্শনার্থী প্রবেশ করছেন না এমনটা নয়। কড়াকড়ির মধ্যে প্রতিদিনই শতাধিক দর্শনার্থী নানা কায়দায় প্রবেশ করছেন সচিবালয়ে। এদের বেশিরভাগই তদবিরকারী।
গত সপ্তাহে বুধ ও বৃহস্পতিবার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়সহ একাধিক মন্ত্রণালয় এবং রবিবার (১৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রবেশ গেট থেকে বিভিন্ন ব্যক্তিকে অনুসরণ করে সচিবালয়ের ভেতর গিয়ে দেখা গেছে, বহু সংখ্যক দর্শনার্থী বিভিন্ন কৌশলে সচিবালয়ে প্রবেশ করছেন। এদের কেউ কেউ প্রবেশ গেইটে কর্তব্যরত পুলিশ সদস্যদের ম্যানেজ করে ভেতরে প্রবেশ করছেন।
বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ে গিয়ে দেখা গেছে, মন্ত্রীর দপ্তরের সামনে অন্তত ৫০ থেকে ৬০ জন নারী-পুরুষ মন্ত্রীর সাক্ষাৎ এর অপেক্ষায়। এদের অনেকের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও কেউ কথা বলতে চাননি। তারা কীভাবে সচিবালয়ে ঢুকেছেন তারও কোন সদুত্তর দিতে পারেননি।
কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ থাকায় কোনো মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তার দপ্তর থেকেই কোনো রকম পাস দেওয়ার সুযোগ নেই। কেউ, দিচ্ছেনও না।
একজন কর্মকর্তা বলেন, আপনারা খোঁজ নিয়ে দেখেন দর্শনার্থীরা কীভাবে ঢুকছে।
রবিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরের পর দর্শনার্থী গেই দিয়ে সচিবালয়ে ঢুকার সময় দেখা গেল, পুলিশের একজন সদস্য এক লোককে নিয়ে ভেতরে ঢুকছেন। প্রবেশ পথে কর্তব্যরত পুলিশ সদস্যদের তিনি বলছেন, ভাই, আমার নির্মল দা। তাকে নিয়ে ভেতরে যাচ্ছি। সে আমার এলাকার দাদা। এ কথা বলতে বলতেই ওই পুলিশ সদস্য নির্মল বাবুকে নিয়ে ভিতরে ঢুকে পড়লেন। এ সময় একটি মন্ত্রণালয়ে চতুর্থ শ্রেণির একজন কর্মচারী এসে তাদের সঙ্গে যোগ দিলেন। দুই জনকে দুই পাশে রেখে নির্মল বাবু সাত নম্বর ভবন অতিক্রম করে পার্কিং এ থাকা গাড়ির ভীড়ের মধ্যে ঢুকে গেলেন। তাদের মধ্যে কিছু একটা লেনদেন হল। নির্মল বাবু দুই জনকেই খুশি করলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক পাট মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলছিলেন, দর্শনার্থী পাস বন্ধ থাকলেও লোকজন গেটে ম্যানেজ করে ঢুকে যাচ্ছে। তিনি বলেন, এজন্য একেক জন দর্শনার্থীকে কমপক্ষে ৫০০ টাকা পর্যন্ত গুণতে হচ্ছে।
প্রসঙ্গত, অমিক্রন সংক্রমণ যাওয়ার প্রেক্ষিতে সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করে গত ২৩ জানুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি আদেশ জারি করা হয়। এতে বলা হয়, ২৪ জানুযারি থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
এর আগে ২০২০ সালের কোভিড-১৯ এর কারণে ১৯ মার্চ সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল ২১ জানুয়ারি নিষিদ্ধ করা হয়েছিল। গত বছরের ২৮ অক্টোবর সীমিত পরিসরে সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের অনুমতি দেয় মন্ত্রিপরিষদ বিভাগ।
এনএইচবি/এমএমএ/