দল নয় ব্যক্তির নাম প্রকাশ করা হবে: মন্ত্রিপরিষদ সচিব
নির্বাচন কমিশন গঠনে প্রস্তাবিত সব নাম প্রকাশ করা হবে, তবে কোন দল থেকে কার নাম এসেছে তা উল্লেখ করা হবে না।
রবিবার (১৩ ফেব্রুয়ারি)সন্ধ্যায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বিশিষ্ট নাগরিকদের নিয়ে বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে এ কথা জানান।
এর আগে রবিবার বিকেল ৪টা ২০ মিনিটে বিশিষ্টজনদের সঙ্গে সার্চ কমিটির তৃতীয় দফার বৈঠক শুরু হয়। বৈঠকে আমন্ত্রণ পাওয়া ২৩ বিশিষ্টজনের মধ্যে ১৮ জন উপস্থিত হয়েছিলেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্টজনরা যেসব নাম প্রস্তাব করেছেন তা প্রকাশ করা হবে। তবে কোন দল বা ব্যক্তির কাছ থেকে কার নাম এসেছে তা উল্লেখ করা হবে না।
তিনি বলেন, শনিবার (১২ ফেব্রুয়ারি) বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বৈঠকে ডা. জাফারুল্লাহ চৌধুরী সাহেব একটা প্রস্তাব করেছিলেন যেসকল রাজনৈতিক দল সাড়া দেয়নি তাদের আর একটু সুযোগ দেওয়ার। সার্চ কমিটি তার সেই প্রস্তাব গ্রহণ করেছে। সার্চ কমিটি সিদ্ধান্ত নিয়েছে শুধুমাত্র যেসকল রাজনৈতিক দল এখন পর্যন্ত নাম প্রস্তাব করেনি বা সাড়া দেয়নি শুধু তারাই আমাদের মন্ত্রিপরিষদের ওয়েব সাইটে নাম দিতে পারবেন। কোন ব্যক্তি পর্যায়ের নাম গ্রহণ করা হবে না।
সার্চ কমিটিতে আসা নামগুলো প্রকাশের বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বিশিষ্ট নাগরিকদের অধিকাংশ প্রস্তাব করেছেন প্রস্তাবিত নামগুলো প্রকাশ করার। সার্চ কমিটি সেই প্রস্তাবও গ্রহণ করেছে। তবে প্রস্তাবকারীর নাম প্রকাশের পক্ষে কেউ কেউ মতামত দিলেও অধিকাংশ বিশিষ্টজন বলেছেন প্রস্তাবকারী রাজনৈতিক দল বা ব্যক্তির নাম প্রকাশ না করার। সার্চ কমিটি সিদ্ধান্ত নিয়েছে প্রস্তাবকারীর নাম প্রকাশ করবে না।
তিনি আবারও স্মরণ করিয়ে দিয়ে বলেন, গতকাল পর্যন্ত সার্চ কমিটির কাছে ৩২৯ জনের নাম এসেছে। তাদের মধ্যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলো থেকে ১৩৬ জনের নাম এসেছে। তাছাড়া পেশাজীবী সংগঠন থেকে ৪০ জনের নাম, ব্যক্তি পর্যায়ে ই-মেইল বা ওয়েব সাইটের মাধ্যমে নাম এসেছে ৯৯ জনের, আর ব্যক্তিগত পর্যায়ে সরাসরি নাম জমা দিয়েছে ৩৪ জন। অন্যদিকে সার্চ কমিটির সঙ্গে মতবিনিময় সভা থেকে ২০ জনের নাম প্রস্তাব করা হয়েছে। মোট ৩২৯ জনের নাম এসেছে। যত নামই জমা হয়েছে সোমবার সন্ধ্যার পর মন্ত্রিপরিষদের ওয়েব সাইটে সকল নাম প্রকাশ করা হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
কবে নাগাদ চূড়ান্ত তালিকা হচ্ছে এমন প্রশ্নের জবাবে আনোয়ারুল ইসলাম বলেন, মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে সার্চ কমিটির আরও একটি বৈঠক আছে। সেদিনই চূড়ান্ত হতে পারে। সেদিনের বৈঠকের পর জানানো হবে। তবে রাষ্ট্রপতির কাছে যে ১০ জনের নাম প্রস্তাব করা হবে সেগুলো প্রকাশ করা হবে কি না সে বিষয়ে কিছু বলেননি সচিব।
বিভিন্ন পেশার বিশিষ্টজনদের মতামত নিচ্ছে সার্চ কমিটি। এরআগে শনিবার (১২ ফেব্রুয়ারি) দুই দফা ২৫ জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠক করে তাদের মতামত নেওয়া হয়। সব শ্রেণি-পেশার বিশিষ্টজনদের সঙ্গে বৈঠক করে পরবর্তীতে নিজেরা আর এক দফা বৈঠক করবে সার্চ কমিটি। এরপর প্রধান নির্বাচন কমিশনার পদের জন্য দুইজন ও অন্য চার কমিশনার পদের জন্য দুইজন করে আটজনের নাম প্রস্তাব করবে সার্চ কমিটি। সেই ১০ জন থেকে একজন প্রধান নির্বাচন কমিশনার ও চার জন নির্বাচন কমিশনার নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। গঠিত হবে নতুন নির্বাচন কমিশন। যে কমিশন আগামী দ্বাদশ সংসদ নির্বাচনসহ অন্যান্য নির্বাচন পরিচালনা করবে।
স্বাধীনতার পর এবারই প্রথম আইন অনুযায়ী ইসি গঠিত হচ্ছে। গত ২৭ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২ জাতীয় সংসদে পাস হয়। আর ইসি গঠনে যোগ্য ব্যক্তি বাছাইয়ের জন্য ৫ ফেব্রুয়ারি আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে সভাপতি করে ছয় সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করা হয়।
এসএম/আরএ/এএস