গ্যাসের দাম বাড়ানোর গণশুনানি ২১ মার্চ
গ্যাসের দাম বাড়ানোর জন্য ২১ মার্চ থেকে চার দিনব্যাপী গণশুনানির তারিখ নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বিতরণ কোম্পানিগুলোর প্রস্তাব আমলে নিয়ে এই গণশুনানির উদ্যোগ নিচ্ছে বিইআরসি।
কমিশন সূত্র জানায়, প্রাথমিক প্রস্তুতি শেষে গণবিজ্ঞপ্তি দেওয়া হবে। ছয়টি বিতরণ কোম্পানি গ্যাসের দাম প্রায় দ্বিগুণ বাড়িয়ে প্রস্তাব দিয়েছে বিইআরসির কাছে। একই সঙ্গে গ্যাস সঞ্চালন কোম্পানি গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) এর সঞ্চালন চার্জ বাড়ানোরও প্রস্তাব করা হয়েছে।
ছয়টি গ্যাস বিতরণ কোম্পানি অভিন্ন প্রস্তাবে আবাসিকে দুই চুলায় ৯৭৫ থেকে বাড়িয়ে ২ হাজার ১০০ টাকা ও এক চুলায় ৯২৫ থেকে বাড়িয়ে ২ হাজার টাকা প্রস্তাব করেছে। অন্যদিকে, আবাসিকে প্রিপেইড মিটার, শিল্প, সিএনজি, বিদ্যুৎ, ক্যাপটিভে (শিল্পকারখানায় নিজস্ব উৎপাদিত বিদ্যুৎ) ব্যবহৃত গ্যাসের দামও দ্বিগুণের বেশি করার প্রস্তাব দিয়েছে কোম্পানিগুলো।
২০১৯ সালের ৩০ জুন গ্যাসের দাম বাড়িয়েছিল বিইআরসি। দুই চুলার খরচ ৮০০ টাকা থেকে বাড়িয়ে ৯৭৫ টাকা এবং এক চুলার খরচ ৭৫০ টাকা থেকে বাড়িয়ে ৯২৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।
আরইউ/এমএমএ/