নাম প্রস্তাবকারীদের পরিচয় গোপন চান মুনতাসীর মামুন
নির্বাচন কমিশন গঠনে সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি নিয়োগ ও নাম প্রস্তাবকারীদের পরিচয় গোপন রাখার অনুরোধ জানিয়েছেন ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন।
রবিবার (১৩ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বিশিষ্ট নাগরিকদের নিয়ে বৈঠকে বসে সার্চ কমিটি। বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার পদে যোগ্য লোক খুঁজতে বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্টজনদের মতামত নিচ্ছে সার্চ কমিটি। সব শ্রেণি-পেশার বিশিষ্টজনদের সঙ্গে বৈঠক করে পরবর্তীতে নিজেরা আর এক দফা বৈঠক করবে সার্চ কমিটি। এরপর প্রধান নির্বাচন কমিশনার পদের জন্য দুই জন ও অন্য চার কমিশনার পদের জন্য দুই জন করে ৮ জনের নাম প্রস্তাব করবে সার্চ কমিটি। সেই ১০ জন থেকে একজন প্রধান নির্বাচন কমিশনার ও চার জন নির্বাচন কমিশনার নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। গঠিত হবে নতুন নির্বাচন কমিশন। যে কমিশন আগামী দ্বাদশ সংসদ নির্বাচনসহ অন্যান্য নির্বাচন পরিচালনা করবে।
এসএম/এমএমএ/