অডিও রেকর্ড ফাঁসকারীদের বিষয়ে তদন্ত হবে: আইনমন্ত্রী
ফাইল ফটো
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা ও তার (আইনমন্ত্রী) মধ্যে ফোনালাপের যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই বিষয়ে অবশ্যই তদন্ত হবে। বিষয়টা হচ্ছে যারা এই অডিও সোশ্যাল মিডিয়াতে প্রচার করছে, তারা এতটাই দেউলিয়া যে, একটা ইনোসেন্ট কনভারসেশনকে পুঁজি বানানোর চেষ্টা করছে। তার মানে হচ্ছে তাদের কাছে আর কোনো হাতিয়ার নেই।
রবিবার (১৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
আইনমন্ত্রী বলেন, ব্যাপারটা হচ্ছে আমি একজন উপদেষ্টার টেলিফোনের জবাব দিচ্ছিলাম। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের একটা প্রকল্প নিয়ে তিনি আমাকে জিজ্ঞেস করেছিলেন। যেটা জনাব জয়ের ব্রেইনচাইল্ড। সেটা নিয়ে আলাপ হয়েছে। এখন যারা দেউলিয়া, তারা এটা নিয়ে প্রচার করছে। এইটা তদন্ত করা হবে। কিন্তু এটাকে গুরুত্ব দেওয়া আমার মনে হয় সঠিক হবে না।
সার্চ কমিটি ও কেয়ারটেকার সরকার নিয়ে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের সুপ্রিম কোর্ট কেয়ারটেকার পদ্ধতিকে অবৈধ ঘোষণা করেছেন। সেখানে তারা একটা পর্যবেক্ষণ দিয়েছিলেন এটা অবৈধ হলেও এই কেয়ারটেকার পদ্ধতিতে আরও একবার বা দুইবার নির্বাচন করতে পারে যদি সংসদ তাতে রাজি হয়। কিন্তু যখন পঞ্চদশ সংশোধনী পাশ হয় তখন সংসদ রাজি হয়নি। সেই ক্ষেত্রে কেয়ারটেকার সরকারের কোনো বৈধতা নেই এবং এই রায়ের আলোকে কেয়ারটেকার সরকারের ফিরে যাওয়ার কোনো সম্ভাবনাও নেই।
সার্চ কমিটি প্রসঙ্গে তিনি বলেন, সার্চ কমিটি কিন্তু একটা প্রক্রিয়ার মাধ্যমে কাজ করে যাচ্ছে। আপনারা জানেন যেহেতু আইন ছিল না, তাই অতীতে সার্চ কমিটিগুলো এখনকার যে প্রক্রিয়া ফলো করে যাচ্ছে সেটা আগে করতে পারেনি। এখন যেটা করছেন আইনের কারণেই করছেন এবং আইনের কারণে তারা সবার সঙ্গে বসে একটা ঐকমত্যের মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের জন্য ১০ জনের নাম প্রস্তাব করার চেষ্টা করছেন।
এনএইচবি/আরএ/