বুধবার, ২৬ মার্চ ২০২৫ | ১২ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

ট্রেনে ঈদযাত্রা শুরু, জেনে নিন বিভিন্ন রুটের বিস্তারিত সময়সূচি

ছবি: সংগৃহীত

ঈদ মানেই খুশি। আর এই খুশি পরিবারের সকলের সঙ্গে ভাগাভাগি করতে নাড়ির টানে সবাই পাড়ি জমান বাড়িতে। এই বিশেষ সময়ে ট্রেনযাত্রা নিরাপদ এবং সুবিধাজনক মনে করেন অনেক যাত্রী, যদিও বাড়তি ভিড় থাকে। তাই, টিকিটের জন্য লম্বা লাইন বা ঝামেলা এড়াতে রেলওয়ে কর্তৃপক্ষ প্রায় শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করার ব্যবস্থা করেছে। এর ফলে ঈদযাত্রার টিকিট সংগ্রহে সুবিধা হয়েছে ঘরমুখো মানুষের জন্য।

আজ থেকে শুরু হয়েছে ঈদের যাত্রা। যারা ১৪ মার্চ টিকিট কিনেছেন, তারা আজ থেকে ট্রেনে যাত্রা শুরু করবেন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে মোট ১২০টি আন্তঃনগর ট্রেন চলাচল করবে এবং ঈদ উপলক্ষে পাঁচটি বিশেষ ট্রেনও চালু করা হয়েছে। এর মধ্যে রয়েছে চট্টগ্রাম-চাঁদপুর, ঢাকা-দেওয়ানগঞ্জ, ভৈরববাজার-কিশোরগঞ্জ, ময়মনসিংহ-কিশোরগঞ্জ এবং জয়দেবপুর-পার্বতীপুর রুটের স্পেশাল ট্রেন।

এছাড়া, কিছু লোকাল, কমিউটার ও মেইল ট্রেনও চলাচল করবে। শিডিউল বিপর্যয় এড়াতে ঢাকা থেকে চলাচলকারী ৯টি ট্রেনের বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি বাতিল করা হয়েছে। কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীর চাপ বেশি থাকে, তাই সেখানে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রেল কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে যে, সকল ট্রেন শিডিউল মেনে চলবে। ঈদে পাঁচটি বিশেষ ট্রেন চালু হওয়ায় যাত্রীদের আরও বেশি সুবিধা মিলবে। পাশাপাশি ৪৪টি অতিরিক্ত বগি যুক্ত করা হয়েছে যাত্রার সুবিধার্থে।

যাত্রীরা লক্ষ্য রাখুন, ২৭ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল করা হয়েছে। তবে ঈদের পর এসব ট্রেনের নিয়মিত বন্ধ পুনরায় কার্যকর হবে।

এছাড়া, কিছু ট্রেনের যাত্রাবিরতি পরিবর্তন হয়েছে। যেমন ঢাকা বিমানবন্দর স্টেশন থেকে একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর, চিলাহাটি, বুড়িমারী এক্সপ্রেস ট্রেনগুলোর যাত্রাবিরতি থাকবে না। অন্যদিকে, সুন্দরবন, মধুমতি, বেনাপোল, জাহানাবাদ, রূপসী বাংলা এক্সপ্রেস এবং নকশীকাঁথা কমিউটার ট্রেন ঢাকার শহরতলী প্ল্যাটফর্ম থেকে যাত্রা শুরু করবে।

টিকিটবিহীন যাত্রীদের স্টেশনে প্রবেশ প্রতিরোধে সার্বক্ষণিক নজরদারি চলবে এবং আইনশৃঙ্খলা বাহিনী ট্রেন, স্টেশন ও রেললাইনে নিরাপত্তা নিশ্চিত করবে।

ঈদ যাত্রার বিশেষ কিছু ব্যবস্থা নেয়া হয়েছে। ২৬ মার্চ থেকে জয়দেবপুর স্টেশন থেকে ঢাকামুখী এবং ঢাকা স্টেশন থেকে জয়দেবপুরমুখী আন্তঃনগর ট্রেনের টিকিট ইস্যু করা হবে না। বিমানবন্দর স্টেশন থেকে ঢাকাগামী এবং ঢাকা স্টেশন থেকে বিমানবন্দরগামী আন্তঃনগর ট্রেনের টিকিটও দেওয়া হবে না।

এছাড়া, ঈদের ১০ দিন আগে এবং ঈদের পরে ১০ দিন পর্যন্ত ট্রেনে সেলুন কার সংযোজন করা হবে না। ঈদের ফিরতি টিকিট ৩ এপ্রিল থেকে সংগ্রহ করা যাবে, এবং ২৫, ২৬, ২৭, ২৮, ২৯ ও ৩০ মার্চ থেকে যথাক্রমে ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯ এপ্রিলের টিকিট পাওয়া যাবে।

Header Ad
Header Ad

আরও সমৃদ্ধশালী হবে নতুন বাংলাদেশ: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

নতুন বাংলাদেশ আরও সমৃদ্ধশালী হবে—এমন আশা প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বুধবার সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, ২৬ মার্চ দেশের সর্বশ্রেষ্ঠ দিনগুলোর একটি। মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের জন্যই আজকের স্বাধীন বাংলাদেশ। জাতি তাদের শ্রদ্ধাভরে স্মরণ করছে।

তিনি আরও বলেন, চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি। তাই স্বাধীনতা দিবস (২৬ মার্চ) এবং ৫ আগস্ট—উভয় দিনই দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ দুটি দিন যথাযথ মর্যাদায় পালন করতে হবে।

নতুন বাংলাদেশকে সুখী ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “বিশ্বে বাংলাদেশের কদর আরও বাড়বে। এ লক্ষ্য অর্জনে আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।”

Header Ad
Header Ad

উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড যাওয়ার পরিকল্পনা তামিমের

তামিম ইকবাল। ছবি: সংগৃহীত

দেশসেরা ওপেনার এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল এক দিনের ব্যবধানে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি এখন অল্প অল্প করে হাঁটাচলা করতে পারছেন এবং খাওয়া-দাওয়াও ঠিকমতো করছেন।

এর পরিপ্রেক্ষিতে, গতকাল গাজীপুরের কেপিজে হাসপাতাল থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে তাকে। ২৪ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণের পর তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় এবং পরিবারের সম্মতিতে তাকে ঢাকায় আনা হয়েছে।

তামিমের হার্ট অ্যাটাক হওয়ার পর, বিকেএসপিতে প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালে তার হার্টে দুটি রিং পরানো হয়। চিকিৎসকদের মতে, তামিমকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে আরও তিন মাস সময় লাগবে। আপাতত এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তামিম। চিকিৎসকের এপয়েন্টমেন্ট নেওয়া এবং ভিসা প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তিনি থাইল্যান্ডে উন্নত চিকিৎসার জন্য রওনা দেবেন। তামিমের সঙ্গে তার পরিবারের সদস্য, বরিশালের কর্ণধার মিজানুর রহমানও থাইল্যান্ড যাবেন।

তামিম ইকবাল। ছবি: সংগৃহীত

মিজানুর রহমান গতকাল রাতে বলেন, "বিদেশে উন্নত চিকিৎসার জন্য তামিমকে নিয়ে যাওয়া হচ্ছে, থাইল্যান্ডে যাওয়ার জন্য চেষ্টা চলছে। আমি অবশ্যই তার সাথে যাবো ইনশাআল্লাহ।"

তামিমের অসুস্থতার কারণ সম্পর্কে তিনি আরও বলেন, "ডাক্তারের মতে, তামিমের পানিশূন্যতা ছিল, ঠিকমতো পানি খাওয়া হয়নি, এবং রাতে ঘুমও হয়নি ঠিকভাবে। রোজার সময় ডিপিএল খেলা তার শরীরের উপর চাপ ফেলেছিল, তাই এটি হতে পারে কারণ।"

তামিমকে দেখতে গিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার মানসিক শক্তির প্রশংসা করেছেন। তিনি বলেন, “আল্লাহর অশেষ রহমতে তামিম বেঁচে আছেন। দীর্ঘ সময় পালস না থাকার পরেও তার শরীরে বড় ধরনের ফিজিক্যাল ড্যামেজ হয়নি, যা একটা বড় আশীর্বাদ। তার মানসিক শক্তি দেখে আমি আশাবাদী, দ্রুত তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন।”

Header Ad
Header Ad

বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের পাঁচটি জামাত

ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

পাঁচটি জামাতের সময়সূচি ও ইমাম:

প্রথম জামাত: সকাল ৭:০০ টা
ইমাম: হাফেজ মুফতি মাওলানা মুহিববুল্লাহিল বাকী
মুকাব্বির: মুয়াজ্জিন (অব.) হাফেজ মো. আতাউর রহমান

দ্বিতীয় জামাত: সকাল ৮:০০ টা
ইমাম: হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান
মুকাব্বির: প্রধান খাদেম মো. নাসিরউল্লাহ

তৃতীয় জামাত: সকাল ৯:০০ টা
ইমাম: মুফতি ওয়ালিউর রহমান খান
মুকাব্বির: খাদেম মো. আব্দুল হাদী

চতুর্থ জামাত: সকাল ১০:০০ টা
ইমাম: মুশতাক আহমদ
মুকাব্বির: খাদেম মো. আলাউদ্দীন

পঞ্চম জামাত: সকাল ১০:৪৫ টা
ইমাম: মুফতি মো. আব্দুল্লাহ
মুকাব্বির: খাদেম মো. রুহুল আমিন

কোনো ইমাম অনুপস্থিত থাকলে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মো. জাকির হোসেন।

বায়তুল মোকাররমে ঈদের নামাজ আদায়ের জন্য ধর্মপ্রাণ মুসল্লিদের প্রস্তুতি নিয়ে যথাযথভাবে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

আরও সমৃদ্ধশালী হবে নতুন বাংলাদেশ: অর্থ উপদেষ্টা
উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড যাওয়ার পরিকল্পনা তামিমের
বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের পাঁচটি জামাত
ঈদযাত্রায় কেবল ঢাকা ছাড়তেই অতিরিক্ত ৮৩২ কোটি টাকা ভাড়া আদায়
দাখিল পরীক্ষার সূচি পরিবর্তন, নতুন রুটিন প্রকাশ
সেনাবাহিনীতে ২৯ জনকে অনারারি কমিশন প্রদান
নওগাঁয় গ্যাস পাম্পের পাশ থেকে ৬ জনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার
এক হালি গোল খেয়ে ক্ষমা চাইলেন ব্রাজিল অধিনায়ক, বরখাস্ত হচ্ছেন কোচ দোরিভাল
চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা  
জাতীয় জীবনে ২৬ মার্চ গৌরব ও অনুপ্রেরণার চিরন্তন উৎস: সেনাপ্রধান
মিঠাপুকুরে চলছে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব, বিপদে কৃষকরা
যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় ২ কোটি ৫৭ লাখ টাকা টোল আদায়
নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট: মির্জা ফখরুল
মীরসরাইয়ে শহীদ মিনারে ১৪৪ ধারা জারি    
গোপন ছবি ফাঁস করে দেওয়ার ভয়ে রাতে ঘুমাতে পারছেন না অভিনেত্রী
দ্বিতীয় স্বাধীনতা যাঁরা বলেন, তাঁরা স্বাধীনতা দিবসকে খাটো করতে চান: মির্জা আব্বাস  
গাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতের বৈঠক  
জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন  
বাংলাদেশের স্বাধীনতার সাজে সেজেছে গুগল    
এবার ঈদে গান শোনাবেন না মাহফুজুর রহমান