বাংলাদেশ শান্তির সংস্কৃতিকে অগ্রাধিকার দেয়: পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ একটি ‘শান্তি সংস্কৃতি’ প্রচার করছে যা আসলে বঙ্গবন্ধুর শান্তির দর্শন উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বঙ্গবন্ধু মানুষের জীবন ও মানবিক মর্যাদার জন্য একটি স্বাধীন স্থান চেয়েছিলেন।
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে এক অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনকালে পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন। অনুষ্ঠানে বৈশ্বিক শান্তি ও বিশ্ব নিরাপত্তা বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভিশন তুলে ধরা হয়।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি, ন্যায়বিচার এবং মানবতার জন্য একজন প্রবল প্রচারক ছিলেন এমন মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু আইনের শাসনকে প্রাধান্য দিয়েছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্ব ও বিশ্ব শান্তির স্বপ্ন বঙ্গবন্ধুর স্বপ্নের মধ্যে নিহিত।
পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে সংযুক্ত আরব আমিরাত সফর করছেন। সেখানে তিনি বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন। শুক্রবারের অনুষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নেতৃস্থানীয় লুলু গ্রুপের চেয়ারম্যান ইউসুফ আলীর সাক্ষাৎ। আইরেনার মহাপরিচালকের সঙ্গেও সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী। এসময় উভয়পক্ষ নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন ও স্থাপনার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
এরপর পররাষ্ট্রমন্ত্রী নেতৃস্থানীয় বাংলাদেশি বংশোদ্ভূত ব্যবসায়ীদের সঙ্গে দেখা করেন এবং বিজনেস কাউন্সিলের সঙ্গে কথা বলেন।
আরইউ/আরএ