কাল শাবিপ্রবি যাচ্ছেন শিক্ষামন্ত্রী
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) উদ্ভুত পরিস্থিতি নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সিলেট যাচ্ছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) ক্যাম্পাসে বিকাল সোয়া ৪টায় আন্দোলনরত শিক্ষার্থীরা এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘একটু আগে আমরা বার্তা পেয়েছি, শুক্রবার (১১ ফেব্রুয়ারি) আমাদের সঙ্গে কথা বলতে শিক্ষামন্ত্রী সিলেট আসছেন।’
আন্দোলনকারী শিক্ষার্থীদের মুখপাত্র মোহাইমিনুল বাশার রাজ জানান, অধ্যাপক জাফর ইকবালের মাধ্যমে তারা মন্ত্রীর সফরের কথা জেনেছেন।
এ ছাড়া প্রশাসনের পক্ষ থেকেও মন্ত্রীর আসার কথা জানানো হয়েছে। মন্ত্রীর এই সফরে বিশ্ববিদ্যালয়ের বিতর্কিত উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের অপসারণের ইস্যু নিয়ে আলোচনা হবে বলে তারা আশা করছেন।
শিক্ষামন্ত্রীর সঙ্গে কোথায় বৈঠক হচ্ছে তা নিশ্চিত করে বলতে পারেননি শিক্ষার্থীরা।
তবে শিক্ষার্থীরা বলছেন, ক্যাম্পাসের বাইরে অন্য কোথাও আলোচনায় বসবেন না তারা।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) উপাচার্যের পদত্যাগ দাবিতে ফের ক্যাম্পাসে জড়ো হয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।
বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনের সামনে অবস্থান নিয়েছিলেন।
আরও পড়ুন: শাবিপ্রবি উপাচার্যের পদত্যাগ ইস্যুতে ফের সরব হচ্ছেন শিক্ষার্থীরা
এর আগে ‘লড়াই লড়াই লড়াই চাই, শাবিপ্রবির ছাত্রসমাজ’ ‘এক-দুই-তিন-চার, ফরিদ তুই গদি ছাড়’, ফরিদের দালালেরা, হুঁশিয়ার সাবধান’ ইত্যাদি শ্লোগান ও প্লে-কার্ড নিয়ে মিছিল সহকারে শাবিপ্রবির শহিদমিনার প্রাঙ্গণে সমবেত হন।
সেখানে আন্দোলনরতরা উপাচার্যের পদত্যাগ বিলম্ব হচ্ছে কেন-সরকারের প্রতি এমন প্রশ্ন তোলেন।
এর আগে ১৬ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনের (যেখানে শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার ঘটনা ঘটে) সামনে গিয়ে সমবেত হন।
এ সময় শিক্ষার্থীরা বলেন, ‘আমরা দাঁড়িয়েছি আইআইসিটি ভবনের সামনে। যেখান থেকে ১৬ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের অবাঞ্চিত উপাচার্যের নির্দেশে শিক্ষার্থীদের ওপর অতর্কিত পুলিশি হামলা চালানো হয়। শিক্ষার্থীদের কোমল হাত যেভাবে রক্তাক্ত করা হয়, ঠিক সেইভাবে ভবনটির সর্বত্র রঙ দিয়ে ‘হাতের রক্তিম ছাপ’ লাগানো হয়।
/এমএসপি