টোকিওতে বাংলাদেশ-জাপান কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উদযাপন
জাপানে যথাযথ মর্যাদায় বাংলাদেশ-জাপানের মধ্যে কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে। টোকিওর বাংলাদেশ দূতাবাস এই অনুষ্ঠানের আয়োজন করে।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) টোকিওর বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
সেখানে বলা হয়, দিবসটি উদযাপনের অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত টোকিওর নিউ ওতানি হোটেলে এক সংর্বধনা ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে জাপান সফরকালে এই হোটেলে অবস্থান করেছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত পার্লামেন্টারি ভাইস মিনিস্টার হোন্ডা তারো। জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ অনুষ্ঠানে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিদের স্বাগত জানান।
জাপানের মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, টোকিওর বিভিন্ন দেশের দূতাবাসের রাষ্ট্রদূত ও প্রধানরা, জাপানের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং জাপান প্রবাসী উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি নাগরিক এই অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও জাপানের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ স্বাগত বক্তব্যে স্বাধীনতা লাভের পরপরই ১৯৭২ সালে ১০ ফেব্রুয়ারি বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার জন্য জাপান ও জাপানের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর ঘোষিত ‘সকলের সঙ্গে বন্ধুত্ব কারো সঙ্গে বৈরিতা নয়’-এই নীতির ভিত্তিতে ১৯৭২ সাল থেকে দীর্ঘ সময়ে পারস্পরিক বিশ্বাস, আস্থা, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে বাংলাদেশ ও জাপানের দ্বি-পাক্ষিক সম্পর্ক ক্রমশই সংহত ও সুদৃঢ় হয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের ভিডিওবার্তা প্রচার এবং জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগের প্রেসিডেন্টের বাণী পড়ে শোনানো হয়।
এসময় প্রধান অতিথি হোন্ডা তারো এবং রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ বাংলাদেশ-জাপানের কূটনৈতিক সংশ্লিষ্ট ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন দলিল-পত্রাদির আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন এবং বাংলাদেশ-জাপান কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে জাপান পোস্টের স্মারক ডাকটিকিটের ডিজাইন উন্মুক্ত করেন। অনুষ্ঠানে ১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাপান সফরের উপর র্নিমিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে জাপান মিন্টের প্রতিনিধি বাংলাদেশ-জাপান কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর র্পূতি উপলক্ষে মুদ্রিত স্মারক মুদ্রা রাষ্ট্রদূতের কাছে হস্তান্তর করেন। এছাড়াও দিবসটি উদযাপনে কেক কাটা হয়।
আরইউ/আরএ