খায়রুজ্জামানকে শিগগিরই ফেরত আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশের হাতে আটক বাংলাদেশের সাবেক হাইকমিশনার জেল হত্যা মামলার আসামি এম খায়রুজ্জামানকে শিগগিরই দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
খায়রুজ্জামানকে ডিপোটেশন সেন্টারে কারান্তরীণ করে রাখা হয়েছে জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমি যতদূর বুঝি, আবারও তাকে সশরীরে জিজ্ঞাসাবাদ করার এবং মামলাটিকে খতিয়ে দেখার সুযোগ আছে। তবে আইন মন্ত্রণালয় ভালো বলতে পারবে।
এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তিনি অভিবাসন আইন ভঙ্গ করেছিলেন এমনটা চিঠি দিয়ে জানিয়েছে মালয়েশিয়া। খুনিদের পশ্চিমা দেশ যেমন আশ্রয় দেয় তেমন সুযোগ মালয়েশিয়ার আইনে নেই। যদি অপরাধী হয় বা অভিযুক্ত অপরাধীও হয় তাহলে ফেরত আনা যায়। তাই আশা করছি তাকে দ্রুত ফিরিয়ে আনতে পারব।
সরকার আগে থেকেই জানতো খায়রুজ্জামান মালয়েশিয়াতে অবস্থান করছে এমনটা জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শরণার্থী কার্ড তার আছে কি না- আমার জানা নেই। ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পর্কে আইন মন্ত্রণালয় বলতে পারবে।
শাহরিয়ার আলম বলেন, আমরা যদি নিশ্চিত হই তার কাছে জাতিসংঘের শরণার্থী কার্ড আছে, তাহলে সেভাবে ব্যবস্থা নেওয়া হবে। জাতিসংঘের কর্মকাণ্ডগুলোতে সদস্য রাষ্ট্রের আইনও প্রতিফলিত হয়। কোনো আইনই জাতিসংঘ করে না, যেখানে কোনো সদস্য রাষ্ট্রের স্বার্থহানী হয় বা আইনি প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়।
আরও পড়ুন>>
সাবেক হাইকমিশনার খায়রুজ্জামান মালয়েশিয়ায় গ্রেপ্তার
আরইউ/আরএ