জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রায় ৬ হাজার কোটি টাকা চায় ইসি
![](https://admin.dhakaprokash24.com/logo/placeholder.jpg)
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রায় ৬ হাজার কোটি টাকা বরাদ্দ চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে এই অর্থ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে শুধুমাত্র জাতীয় সংসদ নির্বাচনের জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় ২৮০০ কোটি টাকা।
নির্বাচন কমিশনের মধ্যমেয়াদি বাজেট প্রাক্কলনের কার্যবিবরণী থেকে এই চাহিদাপত্র পাওয়া গেছে। ইসির কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচন পরিচালনার খাতে ২০২৫-২৬ অর্থবছরে মোট ৫,৯২১ কোটি ৭২ লাখ ৬০ হাজার টাকা প্রয়োজন হবে। এর মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন পরিচালনার জন্যও ব্যয় নির্ধারণ করা হয়েছে।
ইসি কর্মকর্তারা জানান, জাতীয় সংসদ নির্বাচন পরিচালনায় ব্যাপক প্রস্তুতি নিতে হচ্ছে, যার মধ্যে রয়েছে ব্যালট পেপার মুদ্রণ, নির্বাচনী সামগ্রী সংগ্রহ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনসহ অন্যান্য খরচ। আগামী বাজেটে ইসির প্রস্তাবিত এই অর্থ বরাদ্দ নিশ্চিত হলে নির্বাচন সংক্রান্ত কার্যক্রম যথাযথভাবে পরিচালনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
![Header Ad](https://admin.dhakaprokash24.com/images/single-post-anniversary.jpeg)