অন্য দেশের মতো বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের দাবি
বিশ্বের অন্য দেশ থেকে মালয়েশিয়া যেভাবে কর্মী নেয় সেভাবেই বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের দাবি জানিয়েছে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি (বায়রা)।
বৃহস্পতিবার (১০ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে বায়রার নেতৃবৃন্দ এ দাবি জানান। সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার কয়েকটি রিক্রুটিং এজেন্সির সংগঠনের নেতারাও জুমে যুক্ত ছিলেন। 'বায়রার সদস্য বৃন্দের' ব্যানারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বায়রার সাবেক সভাপতি আবুল বাশার বলেন, মালয়েশিয়া সিন্ডিকেট ছাড়া আরও ১৩টি দেশ থেকে থেকে শ্রমিক নেবে। বাংলাদেশ থেকেও সেভাবেই কর্মী নিয়োগের ব্যবস্থা করা হোক। বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ নিয়ম বা সিন্ডিকেট প্রথা আমাদের স্বাধীন দেশের জন্য অমর্যাদাকর।
আবুল বাশার বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী মন্ত্রী ইমরান আহমেদ বারবার দেশবাসীকে আশ্বস্ত করেছেন যে তিনি কোনো ধরনের সিন্ডিকেটকে প্রশ্রয় দেবেন না। মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রীর সিন্ডিকেটের প্রস্তাবেও জবাবেও তিনি সব এজেন্সিকে সম্পৃক্ত করার কথা বলেছেন। প্রধানমন্ত্রীও এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন।
২০১৬ সালে সিন্ডিকেটের মাধ্যমে মালয়েশিয়ার শ্রম বাজার চালু হয় উল্লেখ করে বায়রার সাবেক সভাপতি বলেন, অনিয়ম, দুর্নীতি ও অতিরিক্ত অভিবাসন ব্যয়ের কারণে মাত্র দেড় বছরের মাথায় বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া।
এবারও সেই সিন্ডিকেটের উপস্থিতি বোঝা যাচ্ছে উল্লেখ করে আবুল বাশার বলেন, এতে জনশক্তি রপ্তানি খাতে অনিয়ম, অরাজকতা, পারস্পরিক রেষারেষি বাড়বে।
সংবাদ সম্মেলনে বায়রার সাবেক সভাপতি নূর আলী, সাবেক মহাসচিব আলী হায়দার, শামীম আহমেদ চৌধুরীসহ বায়রার সদস্যরা উপস্থিত ছিলেন।
আরইউ/