পাসপোর্ট সূচকে চার ধাপ এগিয়েছে বাংলাদেশ

ছবিঃ সংগৃহীত
বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে চলতি বছর চার ধাপ এগিয়েছে বাংলাদেশ। শক্তিশালী পাসপোর্টের দিক থেকে বাংলাদেশের অবস্থান এখন ৯৩তম। গত বছর (২০২৪ সালে) যা ছিল ৯৭তম।
যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সূচকে এসব তথ্য উঠে এসেছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) পাসপোর্ট সংক্রান্ত এ সূচক প্রকাশ করে প্রতিষ্ঠানটি।
হেনলি অ্যান্ড পার্টনার্স ওয়েবসাইটের বলা হয়েছে, কোনো দেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া কিংবা ভিসামুক্ত সুবিধা নিয়ে কতটি দেশে যাওয়া যায়, তার ওপর ভিত্তি করে শক্তিশালী পাসপোর্টের এই সূচক তৈরি করা হয়েছে। এ ক্ষেত্রে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট ও ২২৭টি ভ্রমণ গন্তব্য বিবেচনায় নেয়া হয়েছে।
সূচকের তথ্য অনুযায়ী, এবার শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। এছাড়া বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে রয়েছে লিবিয়া ও ফিলিস্তিন। তালিকায় সবার শেষে আফগানিস্তান।
বর্তমানে বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া কিংবা ভিসামুক্ত সুবিধা নিয়ে বিশ্বের ৩৯টি দেশে ভ্রমণ করতে পারে বলে জানানো হয় প্রতিবেদনে। যদিও বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা গত বছরের শুরুর দিকেও আগাম ভিসা ছাড়া বিশ্বের ৪২টি দেশে ভ্রমণ করতে পারতেন। ২০২৩ সালে এই সংখ্যাটি ছিল ৪০।
সূচকে বিশ্বের ২২৭টি দেশের মধ্যে ১৯৩টিতে ভিসা-মুক্ত বা ভিসা-অন-অ্যারাইভাল প্রবেশাধিকার নিয়ে সিঙ্গাপুরের পাসপোর্ট বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হিসাবে আবির্ভূত হয়েছে।
সূচকের তালিকা অনুযায়ী, ১৯০টি দেশে সহজে যাওয়ার সুযোগ নিয়ে সিঙ্গাপুরের পরই দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া ও জাপান। স্পেন, জার্মানি, ইতালি, ফ্রান্স, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড ও ডেনমার্ক- এই সাতটি দেশ ভিসা ছাড়াই ১৮৭টি দেশে যাওয়ার সুযোগ নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।
