৬০ বিশিষ্ট ব্যক্তিকে অনুসন্ধান কমিটির আমন্ত্রণ
নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে ৬০ বিশিষ্ট ব্যক্তির সঙ্গে বসবে অনুসন্ধান কমিটি। এতে আমন্ত্রণ জানানো হয়েছে ব্যবসায়ী,সাংবাদিক ও আইনজীবীদের। তিনটি গ্রুপে বৈঠক করবে সার্চ কমিটি।
আগামী শনিবার (১২ ফেব্রুয়ারি) ও রবিবার (১৩ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এসব বৈঠক অনুষ্ঠিত হবে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, বৈঠকে উপস্থিত থাকতে এরই মধ্যে বিশিষ্ট নাগরিকদের আমন্ত্রণপত্র দেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ যাদের আমন্ত্রণ জানিয়েছে তাদের মধ্যে রয়েছেন-সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, আইনজীবী ড. শাহদীন মালিক, সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এ এফ হাসান আরিফ, অধ্যাপক মুনতাসীর মামুন, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, দুর্নীতি দমন কমিশনের সাবেক চেয়ারম্যান ও ক্যাবের সভাপতি গোলাম রহমান, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ; দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন, আইনজীবী ফিদা এম কামাল, আইনজীবী মুনসুরুল হক চৌধুরী, ডেপুটি রেজিস্ট্রার আখতারুজ্জামান, এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন, অধ্যাপক আসিফ নজরুল, এম আব্দুল আজিজ, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মাকসুদ কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডা. কামরুল হাসান খান, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ও আওয়ামী লীগ নেতা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, দৈনিক জাগরণের সম্পাদক আবেদ খান, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম ও ৭১ টেলিভিশনের প্রধান নির্বাহী মোজাম্মেল বাবু।
এনএইচবি/এসএন