শীত বাড়তে পারে শনিবার থেকে
রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে সন্ধ্যার মধ্যেই বৃষ্টি থেমে যেতে পারে। তবে আগামী শনিবার (১২ ফেব্রুয়ারি) থেকে বাড়তে পারে শীত।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, সকাল ৬টা থেকে দুপুর ১২ পর্যন্ত বগুড়ায় ৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এ ছাড়া কুষ্টিয়ায় ৫ মিলিমিটার, চুয়াডাঙায় ৩, পাবনায় ৬, রাজশাহীতে ২, টাঙ্গাইলে ২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এ ছাড়া দেশে আরও কয়েকটি স্থানে হালকা বৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সৈয়দপুরে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ২৩ দশমিক ৫ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ শাহীনুল জানান, বৃহস্পবিার সন্ধ্যার মধ্যে বৃষ্টি থেমে যেতে পারে। তবে আগামী শনিবার থেকে তাপমাত্রা কমে গিয়ে শীত বাড়তে পারে। সেই সঙ্গে কিছু এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে।
এদিকে বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও, ফার্মগেটহ কয়েকটি এলাকায় বৃষ্টি হয়েছে। এ ছাড়া আকাশ মেঘলা রয়েছে। তবে সন্ধ্যার পর আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে জানিয়েছেন আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম।
বৃহস্পতিবার সকালে বাতাসের আর্দ্রতা ছিল ৭৭ শতাংশ এবং বিকালে ৫৫ শতাংশ আর্দ্রতা থাকবে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পশ্চিমাঞ্চলসহ দেশের নানা স্থানে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। সারাদেশের দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
এসএন