মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫ | ২১ মাঘ ১৪৩১
Dhaka Prokash

প্রেস সচিবের দাওয়াতে ময়ুখ জানালো বাংলাদেশে এসে কাচ্চি, পায়েস, ফিন্নি খাবেন

ভারতের পশ্চিমবঙ্গের সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ ও প্রেস সচিব শফিকুল আলম। ছবিঃ সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ। তার সংবাদ উপস্থাপনার ধরন নিয়ে বাংলাদেশ তথা ভারতেও তিনি বিতর্ক সৃষ্টি করেন। অনেক দর্শক তার উচ্চকণ্ঠ এবং অঙ্গভঙ্গিকে "মলম বিক্রেতা" কিংবা "জোকার"-এর সঙ্গে তুলনা করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তার উপস্থাপনাকে অতিরঞ্জিত এবং নাটকীয় বলে সমালোচনাও হয় অহরহ। যদিও অনেকে মনে করেন এটি কেবল মাত্র টিআরপি বাড়ানোর কৌশল। কিন্তু এই লম্ফঝম্প প্রকৃত সাংবাদিকতার মানকে ক্ষুণ্ণ করে।

সোমবার (৩ জানুয়ারি) হিন্দুত্ববাদী ও মৌলবাদের প্রশ্নে এবার সেই ময়ূখ রঞ্জনের মুখোমুখি হলেন বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলম। রাতে অনলাইনে এক প্রশ্নোত্তর পর্বে তাদের মধ্যে তীব্র আলোচনা হয়।

সোমবার রাতে তাদের জবাব চায় বাংলা টকশোতে লাইভ কানেক্ট করেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মাদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলমকে। অধির আগ্রহ ছিল, প্রেস সচিবের সঙ্গে কতোটা চিল্লাপাল্লা আর উল্টাপাল্টা প্রশ্ন করেন ময়ূখ।

এদিন ময়ূখকে বেশ শান্তই দেখা গেছে। প্রশ্ন করেছেন সেন্ট মার্টিন বিক্রি করা নিয়ে, ঢাকার সব হোটেল-রেস্তোরাঁয় গরুর মাংস রাখা ইস্যুতে, এমনকি ডাস্টবিনে শেখ হাসিনার ছবি নিয়েও আলোচনা হয়।

সেন্টমার্টিন বিক্রি করে দেওয়া হয়েছে কিনা সরাসরি জানতে চাওয়া হয় প্রেস সচিব শফিকুল আলমের কাছে। তিনিও পরিষ্কার করেন কেন সেখানে পর্যটক যাওয়া আপাতত বন্ধ করা হয়েছে।

বিশেষ এই টকশোকে ভারত-বাংলাদেশের ম্যাচ বলে অভিহিত করেছেন আলোচিত-সমালোচিত সংবাদ উপস্থাপক ময়ূখ রঞ্জন ঘোষ। আলোচনায় আসে চিন্ময় কৃষ্ণ ইস্যুও। কথা হয় শেখ হাসিনাকে নিয়ে শফিকুল আলমের একটি ফেসবুক পোস্ট নিয়েও। যেখানে শেখ হাসিনাকে পার্সন অব দ্য ইয়ার বলা হয়েছিল বলে দাবি করেন ময়ূখ।

এই উপস্থাপকের দাবি, শুধু তাকে ফলো করার জন্যই নাকি প্রধান উপদেষ্টা ড. মোহাম্মাদ ইউনূসের কার্যালয় ৫ জন স্ট্যান্ডবাই রেখে দিয়েছেন। তারা শুধু দেখেন ময়ূখ কীভাবে হাত নাড়ে, কীভাবে হাটে, কীভাবে দৌড়ায়। জবাবে প্রেস সচিব বলেন, ভারতীয় গণমাধ্যম প্রতিনিয়ত বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করে যাচ্ছে। সবচেয়ে বেশি করছে রিপাবলিক বাংলা।

বাংলাদেশের পরিস্থিতি সরেজমিনে দেখার জন্য ময়ূখকে দাওয়াত দেন শফিকুল আলম। এ সময় ময়ূখ বলেন, তিনি আসবেন, এসে কাচ্চি খাবেন, পায়েস খাবেন, ফিন্নি খাবেন। খেতে খেতে ড. ইউনূসের ইন্টারভিউ করবেন।

Header Ad
Header Ad

ভোটার তালিকা হালনাগাদে যুক্ত হচ্ছে ৫০ লাখ নতুন ভোটার: ইসি সচিব

ভোটার তালিকা হালনাগাদে যুক্ত হচ্ছে ৫০ লাখ নতুন ভোটার: ইসি সচিব। ছবি: সংগৃহীত

দেশব্যাপী ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে প্রায় ৫০ লাখ নতুন ভোটার অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। আখতার আহমেদ বলেন, এবারের হালনাগাদ কার্যক্রমে ৪৯ লাখ ৭০ হাজার ৩৮৮ জন নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন। যদিও নির্বাচন কমিশনের লক্ষ্য ছিল ৬১ লাখের বেশি ভোটার নিবন্ধন করা।

তিনি আরও জানান, চলতি হালনাগাদে মৃত ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে ১৫ লাখ ২৩ হাজার জনকে, যা মোট ভোটারের ১.৭৭ শতাংশ।

নারী ভোটার নিবন্ধন প্রসঙ্গে ইসি সচিব বলেন, এবার ১৬ লাখ নারী ভোটার নিবন্ধিত হয়েছেন। যেসব যোগ্য নাগরিক এখনো তালিকায় অন্তর্ভুক্ত হননি, তাদেরও যথাযথ প্রক্রিয়ায় নিবন্ধনের সুযোগ দেওয়া হবে।

ভোটার নিবন্ধন চলবে আগামী ১১ এপ্রিল পর্যন্ত। অনলাইন এবং আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের মাধ্যমে যোগ্য ব্যক্তিরা ভোটার হতে পারবেন। তবে কোনো তথ্য-সংগ্রহকারী যদি কোনো বাড়িতে না যান, সে বিষয়ে তদন্ত করা হবে বলে জানান তিনি।

ভোটার হওয়ার বয়স না হওয়া সত্ত্বেও কেউ মিথ্যা তথ্য দিয়ে নিবন্ধিত হয়েছেন কিনা, এ বিষয়ে স্পষ্ট কোনো তথ্য নেই বলেও জানান ইসি সচিব। তবে নির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে কমিশন তা খতিয়ে দেখবে।

Header Ad
Header Ad

রাঙামাটিতে তৃতীয় লিঙ্গের একজনকে গলা কেটে হত্যা

রাঙামাটিতে তৃতীয় লিঙ্গের একজনকে গলা কেটে হত্যা। ছবি: সংগৃহীত

রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়াতে শীলা নামে তৃতীয় লিঙ্গের একজনকে গলা কেটে করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের নিজ বাসা থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত শীলার বাবার বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় বলে জানা গেছে। তবে তিনি কাউখালী উপজেলার বেতবুনিয়ায় স্থায়ীভাবে বসবাস করতেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রোববার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে অজ্ঞাত ৫ জন ব্যক্তিকে শীলার ঘরে ঢুকতে দেখেন স্থানীয়রা। তবে তারা কখন বের হয়েছে সেটা কেউ দেখেনি। সোমবার বিকেলে শীলার এক প্রতিবেশী তার কোনো সাড়া শব্দ না পেয়ে কয়েকজনকে খবর দেন। স্থানীয়রা দরজা খুলে দেখতে পান তার গলাকাটা মরদেহ বিছানাতে পড়ে আছে। পরে থানায় খবর দিলে সোমবার সন্ধ্যায় মরদেহ উদ্ধার করে পুলিশ।

কাউখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে কিছু আলামত উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে রাতে শীলার বাসায় মাদকের আসর হয়েছে। তার মরদেহের পাশে মাদক সেবনের আলামত পাওয়া গেছে। রোববার দিবাগত রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার গলায় ও পেটে কাটার আলামত পাওয়া গেছে। এ বিষয়ে মরদেহ ময়নাতদন্তসহ সকল আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

Header Ad
Header Ad

টিকটকে প্রেম নওগাঁর মোমিনের সাথে পালায় সুবা  

ছবিঃ সংগৃহীত

টিকটকে প্রেম করে নওগাঁর মোমিনের সঙ্গে পালিয়ে যায় সুবা। রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ ১১ বছরের আরাবি ইসলাম সুবা টিকটক প্ল্যাটফর্মের মাধ্যমে নওগাঁর মোমিন হোসেনের সঙ্গে পরিচিত হয়, যা ধীরে ধীরে প্রেমে পরিনয় হয়। গতকাল মোহাম্মদপুরে তারা সাক্ষাৎ করে এবং সেদিনই বাসে করে নওগাঁয় চলে যায়। পরে আজ দুপুরে তাকে উদ্ধার করে র‌্যাব হেফাজতে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির তেজগাঁও বিভাগের উপ কমিশনার (ডিসি) ইবনে মিজান।

নওগাঁয় তার প্রেমিকের বাসা থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর এক ভিডিও বার্তায় তাকে হাস্যোজ্জ্বল দেখা গেছে। সুবা হেসে বলেছে, ‘আমি ভালো আছি, সুস্থ আছি।’ পরে তাকে উদ্ধার করে নওগাঁয় র‌্যাব হেফাজতে নেওয়া হয়েছে। 

মোহাম্মদপুর থানায় সুবার বাবা ইমরান রাজীবের সাধারণ ডায়েরি করার পরই শুরু হয় সিসিটিভি বিশ্লেষণ। সেখানে এক ছেলের সাথে কথা বলতে দেখা যায় সুবাকে। পরে সেই ছেলের বাড়ি নওগাঁয় চলে যায় সে। সুবার প্রেমিক মোমিন হোসেনকে নওগাঁ সদর থানা পুলিশ কর্তৃক আটকপূর্বক পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

গেল সপ্তাহেই মায়ের ফুসফুস ক্যান্সারের চিকিৎসা করাতে ঢাকায় আসে সুবার পরিবার। গত রোববার সন্ধ্যা ৬টার দিকে কৃষি মার্কেট এলাকা থেকে নিখোঁজ হয় আরাবি ইসলাম সুবা। মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায় তার নিখোঁজ সংবাদ।

জানা গেছে, বরিশালের একটি স্কুলের ষষ্ঠ শ্রেণিতে পড়ে সুবা। সম্প্রতি, জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে তার মায়ের কেমোথেরাপি শুরু হয়। সেজন্য ৪ দিন আগে মোহাম্মদপুরের কৃষি মার্কেটের কাছে এক আত্মীয়ের বাসায় ওঠেন সুবার পরিবার।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ভোটার তালিকা হালনাগাদে যুক্ত হচ্ছে ৫০ লাখ নতুন ভোটার: ইসি সচিব
রাঙামাটিতে তৃতীয় লিঙ্গের একজনকে গলা কেটে হত্যা
টিকটকে প্রেম নওগাঁর মোমিনের সাথে পালায় সুবা  
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত প্রায় ৬২ হাজার, ধ্বংসস্তূপের নিচে হাজারো মরদেহ
অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি কমানো : অর্থ উপদেষ্টা
আগামী বছর থেকে বিশ্ব ইজতেমা করতে পারবে না সাদপন্থীরা
প্রেমিকের সাথে নওগাঁয় পালিয়েছে নিখোঁজ স্কুলছাত্রী সুবা বলছে পুলিশ
মোদীকে হোয়াইট হাউজে ট্রাম্পের আমন্ত্রণ, আগামী সপ্তাহেই বৈঠক
লায়লাকে হত্যাচেষ্টা, টিকটকার প্রিন্স মামুনের বিচার শুরু
ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ২
বাংলাদেশ ব্যাংকে কর্মকর্তাদের সব লকার স্থগিত
প্রেস সচিবের দাওয়াতে ময়ুখ জানালো বাংলাদেশে এসে কাচ্চি, পায়েস, ফিন্নি খাবেন
জাবিতে ইন্টারনেট কর্মীর রহস্যজনক মৃত্যু  
দেশে অবৈধ ৫০ হাজার বিদেশির মধ্যে ১৫ হাজার দেশ ছেড়েছেন  
গুমের ঘটনার তদারকিতে শেখ হাসিনা : এইচআরডব্লিউ এর তদন্ত প্রতিবেদন  
সামরিক বিমানে করে ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
ইতালি যাওয়ার পথে নৌকাডুবিতে ১০ মৃত বাংলাদেশির পরিচয় মিলেছে  
জুলাই-জানুয়ারিতে ২৩৫৫ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি  
রাজধানীতে সড়ক পার হতে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু, থানায় জিডি
টানা দ্বিতীয় শিরোপা থেকে এক জয় দূরে ফরচুন বরিশাল