সোমবার, ৩১ মার্চ ২০২৫ | ১৭ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

যেকোনো উপায়ে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সংবাদ সম্মেলনে ব্রিফ করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সীমান্ত হত্যা যেকোনো উপায়ে বন্ধ করতে হবে। বুধবার (২৯ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন সংক্রান্ত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ফেব্রুয়ারি মাসের ১৭ থেকে ২০ তারিখ ভারতের রাজধানী দিল্লিতে ব্সছে ওই সম্মেলন। বৈষম্যবিরোধী আন্দোলনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার পতনের পর এবারই প্রথম সীমান্ত নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ে বৈঠক হতে যাচ্ছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতে দিল্লিতে বিজিবি-বিএসএফের মহাপরিচালক পর্যায়ের যে সীমান্ত সম্মেলন হতে যাচ্ছে, সেখানে সীমান্ত হত্যা ও মাদকের কারবারসহ যাবতীয় সমস্যা নিয়ে অতীতের তুলনায় ‘ভিন্ন সুরে’ কথা হবে।

তিনি বলেন, সীমান্ত হত্যা বন্ধ, ১৫০ গজের মধ্যে স্থাপনা নির্মাণ, নদী সমস্যাসহ বৈঠকে যেসব বেশি আলোচনা হয়েছে, সেসব বিষয় আমরা কোনো ছাড় দেব না। এবার কথা বলার টোন আলাদা হবে।

জাহাঙ্গীরর আলম বলেন, মহাপরিচালক পর্যায়ের বৈঠকে বাংলাদেশের অবস্থান কী হবে সে বিষয়ে তারা আলোচনা সেরে নিয়েছেন।

বৈঠকে দুই দেশের সীমান্ত রক্ষীবাহিনীর প্রধান ছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি, বাংলাদেশ জরিপ অধিদপ্তরের প্রতিনিধি, ভূমি রেকর্ড অধিদপ্তরের প্রতিনিধি, যৌথ নদী কমিশনের প্রতিনিধি থাকবেন বলে জানান উপদেষ্টা।

তিনি বলেন, এবারের বৈঠকে বিএসএফ এবং ভারতীয় দুষ্কৃতকারী কর্তৃক বাংলাদেশের নিরীহ নাগরিকদের ওপর গুলি চলিয়ে আহত বা সীমান্ত হত্যা বন্ধ করা, বাংলাদেশ কৃষকদের সীমান্ত এলাকা থেকে ধরে নিয়ে যাওয়ার ঘটনা বন্ধ করা, ভারতীয় নাগরিক সীমান্ত লঙ্ঘন করে দেশে প্রবেশ বন্ধ করা, সীমান্ত এলাকায় ফেনসিডিলসহ মাদক কারখানা বন্ধ করা, সীমান্ত এলাকায় ১৫০ গজের ভেতরে অনুমতি ছাড়া কাজ বন্ধ করা নিয়ে আলোচনা হবে।

এছাড়া আগরতলা দিয়ে শিল্প বর্জ্য বাংলাদেশে আসা বন্ধ করা, নদীর পানি সুষম বণ্টনের লক্ষ্যে পানি চুক্তি বাস্তবায়ন করা এবং ফেনীর মুহুরীর চরে বর্ডার পিলার স্থাপন করে সীমানা নির্ধারণ করার বিষয়টি আলোচনার টেবিলে থাকবে বলে জানিয়েছেন উপদেষ্টা।

আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর সরকারে পালাবদলের পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে ‘বহু ভুয়া খবর’ প্রচারের বিষয়টি গত কয়েকমাস ধরে আলোচনায় আছে। এ বিষয়টিও থাকছে আলোচনায়।

জাহাঙ্গীর আলম বলেন, ভারতীয় গণমাধ্যমে যে মিথ্যা সংবাদ প্রচার করা হয়, সেই অপপ্রচার বন্ধ করা যায় কীভাবে সেটা নিয়েও আলোচনা হবে। এবং কোঅর্ডিনেটেড বর্ডার ম্যানেজমেন্ট প্ল্যানও এবারের বৈঠকে আলোচনার এজেন্ডায় রাখা হয়েছে।

অতীতের মহাপরিচালক পর্যায়ের বৈঠকের উদাহরণ তুলে ধরে এক সাংবাদিক স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলেন, আগেও প্রায় একই বিষয় নিয়ে আলোচনা হয়েছিল, ফেব্রুয়ারি মাসের বৈঠকে নতুনত্ব কি আছে?

জবাবে উপদেষ্টা বলেন, কী চাচ্ছেন নতুন? নতুন বিষয় আছে তো। নতুনত্ব হল ওটা আগে যেভাবে কথাটা বলত, এবার কথা বলার টোন আলাদা হবে।

এসব বিষয় ছাড়াও বাংলাদেশ-ভারতের পারস্পরিক আস্থা বাড়ানোর উপায় নিয়েও আলোচনা হবে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, সীমান্ত নিয়ে ভারতের সাথে চারটি চুক্তি হয়েছে বিগত সরকারের আমলে। এর মধ্যে ২০১০ সালের যে চুক্তিটি হয়েছে সেখানেই বড় ধরনের একটু সমস্যা দেখা দিচ্ছে। ওই সময় কিছু অসম চুক্তি আমরা স্বাক্ষর করে ফেলেছি। যেখানে বাংলাদেশ সরকার অনুমতি দিয়েছে আঙ্গরপোতা ও দহগ্রাম এলাকায় জিরো লাইনের মধ্যে ফেইস করতে পারা।

ওই চুক্তির ব্যাখ্যা করে তিনি বলেন, ওই চুক্তির পরিবর্তে তারা (ভারত) বলেছে যে, তিনবিঘা করিডোর আমরা ২৪ ঘণ্টা ব্যবহার করতে পারব। কিন্তু এই তিনবিঘা করিডোরের ব্যাপারে বেরুবাড়ি আমরা বহু আগেই দিয়ে দিয়েছি।

ফলে চুক্তির এই অংশটুকু অসম হয়ে গেছে মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই চুক্তিগুলো বাতিল যেন করা হয় সেগুলো আমরা তাদের বলব। একবারে আমরা বাতিল করে দিলাম বললেতো হবে না। এজন্যই আমরা আলোচনা করব।

Header Ad
Header Ad

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

রোববার (৩০ মার্চ) প্রধান উপদেষ্টার প্রেস উইং কর্তৃক প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, “সকলকে আনন্দময় ঈদ মোবারক জানাচ্ছি। আশা করি, আপনারা নির্বিঘ্নে বাড়ি পৌঁছতে পারবেন এবং পরিবারের সঙ্গে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করবেন।”

প্রধান উপদেষ্টা দেশবাসীকে আত্মীয়-স্বজনের কবর জিয়ারত, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের খোঁজখবর নেওয়া এবং তাদের ভবিষ্যৎ উন্নয়নের বিষয়ে ভাবার আহ্বান জানান।

তিনি আরও বলেন, “আপনার সন্তানদের আত্মীয়-স্বজনের সঙ্গে পরিচয় করিয়ে দিন—এটাই আমার ইচ্ছা। ঈদের নামাজের সময় মতপার্থক্য থাকলেও পরাজিত শক্তির সব ধরনের উসকানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও দৃঢ় থাকুন।”

অধ্যাপক ইউনূস প্রার্থনা করেন, “সবার জীবন আনন্দে ও অর্থপূর্ণতায় ভরে উঠুক। আল্লাহ আমাদের সহায় হোন।”

Header Ad
Header Ad

টাঙ্গাইলে ঈদের মাঠে সংঘর্ষের শঙ্কায় ১৪৪ ধারা জারি

ছবি: সংগৃহীত

টাঙ্গাইল সদর উপজেলার বড় বাসালিয়া ঈদগাহ মাঠে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

শনিবার (২৯ মার্চ) টাঙ্গাইল জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক শরীফা হক এই আদেশ জারি করেন। ঈদুল ফিতরের নামাজকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘর্ষের আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

প্রশাসনের জারি করা আদেশ অনুযায়ী, বড় বাসালিয়া ঈদগাহ মাঠের চারপাশে ৪০০ গজ এলাকার মধ্যে সব ধরনের সমাবেশ, শোভাযাত্রা, স্লোগান, মিছিল, পিকেটিং, মাইক্রোফোন ব্যবহার, ঢাকঢোল বাজানো, গোলযোগ সৃষ্টি, লাঠিসোঁটা ও অস্ত্র বহন এবং বেআইনি অনুপ্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

 

ছবি: সংগৃহীত

জেলা প্রশাসক শরীফা হক বলেন, "ঈদের দিন ভোর ৫টা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে, যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে এবং ঈদের জামাত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হতে পারে।"

এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে বলে জানা গেছে।

Header Ad
Header Ad

বছর ঘুরে এলো খুশির ঈদ, আজ দেশজুড়ে উদযাপন

ছবি: সংগৃহীত

দেশের আকাশে রোববার (৩০ মার্চ) সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ সোমবার (৩১ মার্চ) সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। এবারের ঈদকে আরও বর্ণিল ও উৎসবমুখর করতে অন্তর্বর্তী সরকার দেশব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে।

ঈদ উদযাপনের অংশ হিসেবে মুঘল আমলের ঐতিহ্য ফিরিয়ে আনতে রাজধানী ঢাকায় ঈদের নামাজের পর আনন্দ মিছিল ও ঈদ মেলা অনুষ্ঠিত হবে।

রোববার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা ও পর্যালোচনা কমিটির বৈঠকে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সভা শেষে তিনি জানান, দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, ফলে ২৯ রোজা শেষে সোমবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস দেশবাসীকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

প্রসঙ্গত, চান্দ্র বর্ষপঞ্জি অনুযায়ী ঈদের তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করে প্রতি বছর পরিবর্তিত হয়। সাধারণত চান্দ্র মাস ২৯ বা ৩০ দিনের হয়, ফলে মুসলমানদের ঈদের তারিখ নিশ্চিত হওয়ার জন্য আগের রাত পর্যন্ত অপেক্ষা করতে হয়। এবার ২৯ রোজা সম্পন্ন করেই ঈদ উদযাপন করছে বাংলাদেশ।

এদিকে, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, তুরস্ক, ইয়েমেন, ফিলিস্তিন, সুদানসহ বেশ কয়েকটি মুসলিম দেশে রোববার (৩০ মার্চ) ঈদ উদযাপিত হয়েছে।

উল্লেখ্য, এক মাস সিয়াম সাধনার পর শাওয়াল মাসের ১ তারিখে মুসলিম বিশ্ব ঈদুল ফিতর উদযাপন করে, যা ইসলামের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস
টাঙ্গাইলে ঈদের মাঠে সংঘর্ষের শঙ্কায় ১৪৪ ধারা জারি
বছর ঘুরে এলো খুশির ঈদ, আজ দেশজুড়ে উদযাপন
যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ঈদ জামাত, প্রবাসীদের মাঝে উৎসবের আমেজ
মায়ের সঙ্গে ঈদ উদযাপনের ছবি শেয়ার করে যা বললেন তারেক রহমান
ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোরিকশার নারী-শিশুসহ নিহত ৪
ঈদের শুভেচ্ছা জানালেন খালেদা জিয়া ও তারেক রহমান
ঈদের আগের দিন গাজীপুরে বন বিভাগের উচ্ছেদ অভিযান
ঈদুল ফিতরের ছুটিতে দুই দিনে রাজধানী ছাড়লেন ৪১ লাখ মানুষ
ঈদেও রেহাই নেই গাজার, ইসরায়েলি হামলায় নিহত ৯
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেছে, সোমবার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর
ফিলিস্তিনের আল-আকসায় ঈদের নামাজে মুসল্লিদের ঢল
খালেদা জিয়া ও তারেক রহমানকে ঈদের আমন্ত্রণ জানালেন প্রধান উপদেষ্টা
ধ্বংসস্তূপের মধ্যে গাজাবাসীর ঈদুল ফিতরের নামাজ
জাতীয় ঈদগাহে পাঁচ স্তরের নিরাপত্তা নিশ্চিত: ডিএমপি কমিশনার
৮ বছর পর পরিবারের সঙ্গে লন্ডনে ঈদ উদযাপন করলেন খালেদা জিয়া
ইসরাইলে হুথি বিদ্রোহীদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
তিস্তা প্রকল্প নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে চীন
কারাগারে ঈদ: জেলে বন্দি নেতারা কেমন কাটাবেন ঈদের দিন?