পুলিশ ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামাল দিয়েছে: ডিএমপি
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশ ধৈর্য সহকারে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
সোমবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক কোর কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
ডিএমপি কমিশনার জানান, রোববার (২৬ জানুয়ারি) রাতে নীলক্ষেত এলাকায় সংঘর্ষ চলাকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারসেল ব্যবহার করে। তিনি বলেন, “পুলিশ অত্যন্ত ধৈর্যের সঙ্গে কাজ করেছে। এ ব্যবস্থা না নিলে সংঘর্ষ রক্তক্ষয়ী হয়ে উঠতে পারতো।”
সাত কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, সাত কলেজে ভর্তির আসন কমানোসহ ৫ দফা দাবি নিয়ে তারা আলোচনা করতে যান ঢাবির সহ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদের সঙ্গে। কিন্তু সহ-উপাচার্য এবং কয়েকজন শিক্ষক তাদের সঙ্গে কথা না বলে বের করে দেন, যা শিক্ষার্থীদের ক্ষুব্ধ করে।
এর পরিপ্রেক্ষিতে রোববার সন্ধ্যায় সায়েন্সল্যাব মোড়ে সাত কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। সেখান থেকে তারা মিছিল নিয়ে ঢাবির সহ-উপাচার্যের বাসভবনের দিকে রওনা হন।
নীলক্ষেত মোড়ে পৌঁছালে ঢাবির শিক্ষার্থীদের সঙ্গে সাত কলেজের শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থান হয়। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। সংঘর্ষ দফায় দফায় চলতে থাকে রাত ৩টা পর্যন্ত। এ সময় ইট-পাটকেল নিক্ষেপ এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।
ডিএমপি কমিশনার আশা প্রকাশ করেছেন যে, পরিস্থিতি শিগগিরই স্বাভাবিক হবে এবং একটি গ্রহণযোগ্য সমাধান পাওয়া যাবে।