আসাদুজ্জামান খান কামাল বাংলাদেশের কসাই: প্রেস সচিব
ছবি: সংগৃহীত
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে 'বাংলাদেশের কসাই' হিসেবে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি দাবি করেন, কামালের শাসনামলে সাধারণ মানুষ, শিক্ষার্থী ও শ্রমিকদের ওপর নির্দয় হত্যাযজ্ঞ চালানো হয়েছে।
রোববার (২৬ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস-এ দেওয়া একটি সাক্ষাৎকারে আসাদুজ্জামান খান কামাল বাংলাদেশে যৌথ অভ্যুত্থান এবং তৎকালীন সরকারের ভূমিকা নিয়ে মন্তব্য করেন। এর জবাবে প্রেস সচিব বলেন, "কামাল হচ্ছেন বাংলাদেশের অন্যতম কসাই। যারা তাকে প্ল্যাটফর্ম দিচ্ছে, তারা আন্তর্জাতিক প্রোপাগান্ডার অংশ। পৃথিবীর কেউ কোনো কসাইকে প্ল্যাটফর্ম দেয় না।"
গুজবের বিষয়ে সরকার ব্যবস্থা নেবে কি না, এমন প্রশ্নে শফিকুল আলম জানান, "যদি এটি আইনের লঙ্ঘন হয়, তবে আইনি ব্যবস্থা নেওয়া হবে।"
তিনি আরও বলেন, "প্রধান উপদেষ্টার বিদেশ সফর নিয়ে যারা গুজব ছড়াচ্ছে, তারা নিজেদের স্বার্থে এমন করছে। কিন্তু জনগণ এখন এসব বিশ্বাস করে না।"
দেশের অর্থনীতি সম্পর্কে শফিকুল আলম বলেন, "রপ্তানি বৃদ্ধির মাধ্যমে নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে। সেপ্টেম্বরে রপ্তানি বেড়েছে ৭ শতাংশ, নভেম্বরে ২২ শতাংশ। এটি সরকারের উন্নয়ন প্রচেষ্টারই ফলাফল।"
কারখানা বন্ধের বিষয়ে তিনি উল্লেখ করেন, কিছু মালিক পালিয়ে গিয়ে ব্যাংকের টাকা চুরি করেছেন। তবে এসব কারখানার অর্থনৈতিক অবদান ছিল নগণ্য।
সুইজারল্যান্ড সফরে প্রধান উপদেষ্টা পাচারকৃত টাকা ফেরত আনার বিষয়টি বৈঠকে তুলেছেন। শফিকুল আলম বলেন, "পাচারকৃত টাকা ফেরত আনা অত্যন্ত ধীর প্রক্রিয়া। তবে এটি আমাদের প্রধান অগ্রাধিকার।"
মাজারে হামলার ঘটনায় সরকারের জিরো টলারেন্স নীতি ঘোষণা করে তিনি বলেন, "মাজার দেশের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। যারা এই স্থানে হামলা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
এই সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সুইজারল্যান্ড সফর এবং সরকারের সামগ্রিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।