পুলিশের সংখ্যা পর্যাপ্ত, কিন্তু মনোবলের ঘাটতি: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি: সংগৃহীত
পুলিশ বাহিনীর সংখ্যা যথেষ্ট হলেও মনোবলের অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম। তিনি জানান, ৫ আগস্টের ছাত্র-জনতার বিপ্লবে পুলিশ বাহিনীর মনোবল ভেঙে পড়েছিল, যা এখনো পুরোপুরি ফিরে আসেনি।
শনিবার (২৬ জানুয়ারি) কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার পরিদর্শন এবং কারাগারের হটলাইন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, "পুলিশ বর্তমানে একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। বাংলাদেশের ইতিহাসে পুলিশকে এমন কঠিন পরিস্থিতিতে পড়তে হয়নি। ৫ আগস্টের আগে পুলিশ ফ্যাসিস্ট সরকারের লাঠিয়াল হিসেবে ব্যবহৃত হয়েছিল। এর ফলে জনরোষ এবং নেতৃত্বস্তরের ভাঙনের শিকার হয় পুলিশ। বর্তমানে আমাদের লক্ষ্য হচ্ছে পুলিশকে সুসংগঠিত করা, তাদের মনোবল ফিরিয়ে আনা এবং জনগণের কাছে পুনরায় গ্রহণযোগ্য করে তোলা।"
তিনি আরও বলেন, "আমরা পুলিশকে জনবিরোধী অবস্থান থেকে দূরে রাখতে কার্যকর পদক্ষেপ নিচ্ছি। পুলিশ যাতে উদ্যম, আগ্রহ এবং নিষ্ঠার সঙ্গে কাজ করতে পারে, সে লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করছি।"
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ৫ আগস্টের ঘটনার পর কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দিদের মধ্যে এখনও ৭০০ জন ধরা পড়েনি। এছাড়া, জামিনে মুক্তি পেয়ে যারা অপরাধে জড়াচ্ছেন, তাদের বিরুদ্ধে শিগগিরই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
দেশে চুরি ও ছিনতাই বেড়েছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "অপরাধীদের ধরা হচ্ছে এবং আইনের আওতায় আনা হচ্ছে।"
ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দিদের স্বজনদের জন্য '09612021690' নাম্বারে একটি হটলাইন চালু করা হয়েছে। এই সেবার মাধ্যমে বন্দিদের স্বজনরা প্রয়োজনীয় তথ্য ও সাক্ষাতের সময়সূচি জানতে পারবেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, জুলাই-আগস্টে আহত পুলিশ সদস্যদের কর্মসংস্থানের জন্য উদ্যোগ নেওয়া হবে।
এই অনুষ্ঠানে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার, জেলার একেএএম মাসুম, ডেপুটি জেলার আবু ইউসুফ এবং ফরহাদ সরকার উপস্থিত ছিলেন।