মাহফিলের নামে মানুষকে কষ্ট না দেয়ার পরামর্শ আজহারীর
ছবিঃ সংগৃহীত
মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারী দেশের অন্যতম জনপ্রিয় ইসলামিক আলোচক। তাঁর ওয়াজ মাহফিল মানেই লাখো মানুষের উপস্থিতি। ভক্ত ও শ্রোতারা দূর-দূরান্ত থেকে ছুটে আসেন তাঁর বয়ান শুনতে। তবে এবার মাহফিল আয়োজনের পদ্ধতি নিয়ে নিজেই আপত্তি তুলেছেন এই ইসলামিক বক্তা।
১৯ জানুয়ারি, ড. মিজানুর রহমান আজহারী তাঁর ফেসবুক পেজে এক পোস্টে আহ্বান জানান, মাহফিল আয়োজন যেন মানুষের কষ্টের কারণ না হয়। তিনি লিখেছেন: তাফসীর মাহফিলের মাইকগুলো প্যান্ডেলের ভেতরে রাখুন। শ্রোতাদের সুবিধার্থে উন্নত সাউন্ড সিস্টেম নিশ্চিত করুন। শহরের ভেতরের মাহফিলগুলোতে গভীর রাত পর্যন্ত মাইক ব্যবহার না করার পরামর্শ দেন তিনি।
ড. আজহারী আরও বলেন, "আমাদের কোনো আচরণ বা কার্যক্রম যেন কারও বিরক্তির কারণ না হয়। অসুস্থ, বৃদ্ধ, শিশু বা অমুসলিমদের কষ্ট দিয়ে ইসলামকে তুলে ধরা উচিত নয়। এ ধরনের কর্মকাণ্ড আমাদের ইসলামের সৌন্দর্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে।"
ড. মিজানুর রহমান আজহারী মনে করেন, ইসলাম চিরকালই সুন্দর ও আধুনিক। ইসলামিক প্রোগ্রামগুলোকে বিতর্কমুক্ত রাখতে হবে। তিনি বলেন, "আমাদের পুঁজি হলো ভালোবাসা। এই ভালোবাসা দিয়ে আমরা বিশ্ব জয় করতে পারি।"
২০২০ সালে রাজনৈতিক পরিস্থিতির কারণে তাঁর মাহফিলগুলো বন্ধ হয়ে যায়। ফলে তিনি মালয়েশিয়ায় চলে যান। তবে সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পর তিনি দেশে ফিরে আসেন এবং আবারো মাহফিলের মাধ্যমে ইসলামের আলো ছড়িয়ে দিচ্ছেন। তাঁর প্রত্যাবর্তনে ভক্তদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।