ধর্ম-বর্ণের বিভেদ ভুলে, একে অপরের জন্য কাজ করবো এটাই বাংলাদেশ: ফারুকী
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। ছবিঃ সংগৃহীত
দেশের ধর্মীয় সম্প্রীতি ও সংস্কৃতির বৈচিত্র্য রক্ষায় ধর্ম-বর্ণের বিভেদ ভুলে একে অপরের জন্য কাজ করার প্রত্যয় জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে মাসব্যাপী লোকজ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মোস্তফা সরয়ার ফারুকী বলেন, যে কোনো জাতির জন্য সামনে এগিয়ে যাওয়াটা হচ্ছে মুখ্য বিষয়। সামনে এগিয়ে যেতে গেলে একটা গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে, পেছনে কোন রাস্তা ফেলে এসেছি সেটির দিকে নজর রাখা। আজকে যে লোক ও কারুশিল্প মেলার সূচনা হচ্ছে, মেলার কাজই হচ্ছে ফেলে আসা রাস্তাটাকে এগিয়ে নিয়ে যাওয়া। আমাদের যাত্রাটা কেমন ছিল সেটা বারবার খেয়াল রাখতে হবে।
লোকজ উৎসবে অংশগ্রহণের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, এখানে আসার সবচেয়ে বড় বাধা হচ্ছে অ্যাপ্রোচ সড়কটি প্রশস্ত নয়। এই সমস্যাটি সমাধান এখনই সম্ভব নয়। এ বিষয়টি নিয়ে আমি নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছি। সমস্যার সমাধানে আমরা কাজ করছি।
এর আগে মোস্তফা সরয়ার ফারুকী প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ লোক ও কারুশিল্প মেলা এবং লোকজ উৎসব ২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মফিদুর রহমান, যুগ্ম সচিব হেলাল উদ্দিন, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান।
মাসব্যাপী লোকজ উৎসবে থাকছে কারুশিল্প প্রদর্শনী, লোক জীবন, পুতুল নাচ, বায়স্কোপ, নাগর দোলা, গ্রামীণ খেলাসহ দেশের বিভিন্ন অঞ্চলের থেকে কারু শিল্পীদের তৈরি বাহারি পণ্য সামগ্রী এবং উদ্যোক্তাদের কারুপণ্য প্রদর্শনের ব্যবস্থা।
এবারের মেলায় কারুশিল্পীদের প্রদর্শনীর ৩২টি স্টলসহ মোট ১০০টি স্টল স্থান পেয়েছে। এছাড়াও প্রতিদিন লোকজ মঞ্চে বাউল, পালা গান, ভাওয়াইয়া-ভাটিয়ালী গান, জারি-সারি গান, হাছন রাজার, শাহ আব্দুল করিমের গান, লালন সংগীত, ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা চলবে।