সংবাদমাধ্যমে কপিরাইট ইনফোর্সমেন্ট খুবই জরুরি: প্রেস সচিব
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সংবাদমাধ্যমে কপিরাইট ইনফোর্সমেন্ট জরুরি। তিনি বলেন, “আপনি দুই মাস পরিশ্রম করে একটি প্রতিবেদন তৈরি করলেন, আর সেটি কেউ অনুমতি ছাড়া কপি করে ব্যবহার করল—এটি মেনে নেওয়া যায় না। কপিরাইট সুরক্ষিত না হলে সাংবাদিকদের আয়ের উৎস ক্ষতিগ্রস্ত হবে।”
শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ‘ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম চাই’ এর ব্যানারে আয়োজিত ‘গণমাধ্যম সংস্কার প্রস্তাব: নাগরিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
শফিকুল আলম বলেন, “সংবাদ চুরি করে যারা গণমাধ্যম পরিচালনা করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। এমন চুরির কারণে সাংবাদিকদের আয়ের উৎস ক্ষতিগ্রস্ত হচ্ছে, বেতন কমছে। কপিরাইট ইনফোর্সমেন্ট নিশ্চিত করার মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব।”
তিনি আরও বলেন, “গণমাধ্যম পরিচালনায় স্বচ্ছতা আনতে হলে সাংবাদিকদের যথাযথ সম্মানী প্রদান নিশ্চিত করতে হবে। সাংবাদিকদের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের পেশার মর্যাদা রক্ষায় সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত।”
গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে শফিকুল আলম বলেন, “গত ১৫ বছরে শেখ হাসিনার সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণে ব্যবহার করেছে। বিভিন্ন সংস্থা ও মন্ত্রণালয়ের একটি ফোন কলের মাধ্যমেই সংবাদমাধ্যমকে প্রভাবিত করা হতো। এমনকি আইসিটি আইনের অপব্যবহার করে সাংবাদিকদের প্রতি ভয়াবহ অন্যায় করা হয়েছে।”
তিনি আরও বলেন, “গণমাধ্যম সংস্কার প্রয়োজন, যাতে সংবাদপত্রগুলো স্বাধীনভাবে কাজ করতে পারে এবং সাংবাদিকরা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেন।”