হুদা কমিশনের শেষ পরীক্ষা বৃহস্পতিবার
বর্তমান নির্বাচন কমিশনের বিদায় ঘণ্টা বাজতে শুরু করেছে। আর মাত্র কয়েক দিন বাদেই শেষ হবে বর্তমান কমিশনের মেয়াদ। তাই কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন কমিশনের শেষ পরীক্ষা বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি)। এদিন মাত্র ৮টি ইউনিয়ন পরিষদে ভোট হবে। ছোট পরিসরে বড় পরীক্ষা বর্তমান কমিশনের। বিশেষ করে কোনো রকম প্রাণহানি না ঘটিয়ে অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠ নির্বাচন করাটাই বড় চ্যালেঞ্জ।
আগামী ১৪ ফেব্রুয়ারি এই কমিশনের মেয়াদ শেষ হচ্ছে সিডিউল অনুযায়ী। এই সময়ের মধ্যে আর কোনো নির্বাচন নেই। এরপর নতুন কমিশন দায়িত্ব গ্রহণ করলে তখন স্থগিত হওয়া ইউনিয়ন পরিষদ ও অন্যান্য নির্বাচন অনুষ্ঠিত হবে।
অষ্টম ধাপে যে আট ইউপিতে ভোটগ্রহণ করা হবে- ঢাকার কেরানীগঞ্জের তারাগঞ্জ, গাজীপুরের কালিয়াকৈরের শ্রীফলতরী, নোয়াখালী জেলার হাতিয়ার সুখচর ও নলচিরা, সুবর্ণচরের চর জব্বর ও চর জুবলি, ভোলার লালমোহনের বদরপুর ও ঝিনাইদহের শৈলকুপার নিত্যানন্দপুর। এসব ইউপিতে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ২০০ জনের মতো প্রার্থী রয়েছে। এ ধাপের ইউপি ভোটের মধ্য দিয়ে এবার বড় পরিসরে এ নির্বাচন শেষ হবে।
এসএম/এসআইএইচ