ফ্যাসিস্ট শক্তি জয়ী হলে ২ লাখ মানুষকে জেলে যেতে হতো: শফিকুল আলম

ছবি: সংগৃহীত
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, যদি ফ্যাসিস্ট শক্তি জয়ী হতো, তাহলে দেশের দুই লাখ মানুষকে জেলে যেতে হতো। এমনকি তাদের বিরুদ্ধে প্রচারণা শুরু হতো যে, কিছু ‘দুর্বৃত্ত’ দেশে অরাজকতা সৃষ্টি করেছে।
শনিবার (১১ জানুয়ারি) ঢাকা শহরের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি আলোচনা সভায় শফিকুল আলম এসব কথা বলেন।
তিনি জানান, জুলাই-আগস্টের আন্দোলনে বিভিন্ন পক্ষের ভূমিকা পর্যালোচনা করা হবে এবং তাই সকলকে তাদের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ ডায়েরিতে লিখে রাখতে হবে।
গণমাধ্যমের ভূমিকা নিয়েও মন্তব্য করেন শফিকুল আলম। তিনি বলেন, সাংবাদিকতা শুধুমাত্র একটি পেশা নয়, বরং এটি একটি দায়িত্ব। তবে, বেশ কিছু গণমাধ্যম আন্দোলনকারীদের 'জাতির শত্রু' হিসেবে চিত্রিত করেছে, যা শাসকদের কাছে বার্তা পৌঁছেছিল যে আন্দোলনকারীদের দমন করা উচিত।
আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশের ইতিহাসে সবচেয়ে বড় ধরনের লুটপাট হয়েছে, এমন অভিযোগ করেন তিনি। শফিকুল আলম বলেন, "শেখ হাসিনার আমলে চোরতন্ত্র সৃষ্টি হয়েছিল, যেখানে বড় বড় কোম্পানিগুলোকে অর্থের বিনিময়ে কাজ পাইয়ে দেওয়া হতো।"
শফিকুল আলম আরও জানান, বিদেশে অর্থ পাচারকারীরা এখনও দেশবিরোধী প্রচারণা চালিয়ে যাচ্ছে, যা নিয়ে দেশের জনগণকে সতর্ক থাকতে হবে।
