সোমবার, ৬ জানুয়ারি ২০২৫ | ২২ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে দেশব্যাপী জনসংযোগ শুরু ৬ জানুয়ারি

সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

জুলাই ঘোষণাপত্রের বিষয়ে ৬ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত সারাদেশে লিফলেট বিতরণ, সমাবেশ, জনসংযোগ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। শনিবার (৪ জানুয়ারি) রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে হাসনাত আবদুল্লাহ বলেন, গত ৩১ ডিসেম্বর শহীদ মিনারে মার্চ ফর ইউনিটিতে ১৫ জানুয়ারির মধ্যে জুলাই প্রক্লেমেশন ঘোষণার দাবি জানিয়েছি। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে ঘোষণা দেওয়া হয়েছে। এই অভ্যুত্থানে যেমন দেশের প্রত্যেক মানুষের অংশগ্রহণ ছিল, আমরা মনে করি এই ঘোষণাপত্রে জনমানুষের আকাঙক্ষার প্রতিফল ঘটবে।

তিনি বলেন, আমরা মানুষের কাছে ছুটে যেতে চাই। দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে, পেশাজীবী মানুষের মাঝে জনসংযোগ চালাবো। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি যৌথভাবে এই কাজটি করবে।

হাসনাত বলেন, সরকার ঘোষণাপত্র নিয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি নেয়নি। অভ্যুত্থানে সব অংশীজনের সঙ্গে আলোচনা প্রয়োজন। আমাদের আহ্বান থাকবে এই গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার শিগগির কাজ শুরু করবে। আমরা চাই, সরকারকে আমরা সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।

Header Ad
Header Ad

একাধিক পদে ১৩১ জনকে নিয়োগ দিচ্ছে বিটিসিএল

ছবি: সংগৃহীত

বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডে (বিটিসিএল) নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির দুই ধরনের শূন্য পদে ১৩১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।
পদসংখ্যা: ০২টি
লোকবল নিয়োগ: ১৩১ জন

পদের নাম: হিসাবরক্ষক
পদসংখ্যা: ৩৪টি
বেতন: ১৬,৫২০-৪১,৭৪৫ টাকা (গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিংসহ বাণিজ্য বিভাগে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি

পদের নাম: টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ৯৭টি
বেতন: ১৪,৫৬০-৩৬,৭৯২ টাকা (গ্রেড-১০)
শিক্ষাগত যোগ্যতা: বেতার/বৈদ্যুতিক/যান্ত্রিক শীতাতপে বৃত্তিমূলক প্রশিক্ষণসহ এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বয়সসীমা: বিভাগীয় প্রার্থী ছাড়া সব পর্যায়ের আবেদনকারীর বয়স আবেদন করার শেষ তারিখে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। তবে, বিটিসিএলের কর্মে নিয়োজিত আছেন এমন যোগ্য কোনো প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা আবেদন করার শেষ তারিখে সর্বোচ্চ ৫০ বছর।
আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য ৮০০ টাকা টেলিটক প্রি–পেইড মুঠোফোনের মাধ্যমে দিতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন
আবেদনের শেষ সময়: ১৯ জানুয়ারি ২০২৫ পর্যন্ত আবেদন করা যাবে।

Header Ad
Header Ad

অবশেষে পেঁয়াজের রফতানি মূল্য কমিয়ে দিলো ভারত

ছবি: সংগৃহীত

ভারত পেঁয়াজের রফতানি মূল্য কমিয়ে ৩০৫ মার্কিন ডলার নির্ধারণ করেছে, যা আগে ছিল ৪০৫ মার্কিন ডলার। এই সিদ্ধান্ত সোমবার (৬ জানুয়ারি) থেকে কার্যকর হয়েছে। রফতানি মূল্য কমানোর পেছনে ভারতের অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের দাম কমা এবং কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করার প্রয়োজনীয়তাকে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

পেঁয়াজ আমদানির খরচ কমায় বাংলাদেশি আমদানিকারকদের জন্য এটি সুবিধাজনক হবে। এক ট্রাকে পেঁয়াজ আমদানিতে প্রায় ৪ লাখ টাকা খরচ কমবে, যা দেশের বাজারে সরবরাহ বাড়াতে সহায়ক হবে।

ভারতে পেঁয়াজের উৎপাদন বেশি হওয়ায় এবং দাম কমতে থাকায় কৃষকরা আন্দোলন শুরু করেন। তাদের ন্যায্যমূল্য নিশ্চিত করতেই ভারত সরকার রফতানি মূল্য কমানোর সিদ্ধান্ত নেয়।

দেশীয় নতুন পেঁয়াজ বাজারে আসায় সরবরাহ বেড়েছে এবং দাম কমেছে। ফলে ভারতীয় পেঁয়াজের চাহিদা কিছুটা হ্রাস পেয়েছে।

এই পরিস্থিতিতে ভারতীয় পেঁয়াজের রফতানি মূল্য কমানো বাংলাদেশি আমদানিকারকদের জন্য স্বস্তির বিষয় হলেও স্থানীয় কৃষকদের উৎপাদিত পেঁয়াজের দাম কমার সম্ভাবনা রয়েছে।

Header Ad
Header Ad

চলতি সপ্তাহে শৈত্যপ্রবাহের সম্ভাবনা, হতে পারে বৃষ্টি

ছবি: সংগৃহীত

চলতি সপ্তাহের শেষ দিকে দেশের উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে স্বল্পমেয়াদি শৈত্যপ্রবাহের সম্ভাবনা দেখা দিয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী বৃহস্পতিবার (৯ জানুয়ারি) থেকে তিন দিনব্যাপী এই শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, শৈত্যপ্রবাহের প্রভাব প্রথমে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে অনুভূত হবে। পরে এটি দক্ষিণ-পূর্ব অঞ্চল, ঢাকা এবং পার্শ্ববর্তী জেলাগুলোতে ছড়িয়ে পড়তে পারে। শৈত্যপ্রবাহ চলাকালীন দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান কমে যাবে। বিশেষ করে, মাসের মাঝামাঝি সময়ে দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তীব্র শৈত্যপ্রবাহ হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।

শৈত্যপ্রবাহ শুরুর আগে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আগামী কয়েক দিনে আকাশ পরিষ্কার থাকায় তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে, নদীর তীরবর্তী এলাকাগুলোতে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা বিরাজ করবে।

এবারের শৈত্যপ্রবাহের কারণে তীব্র শীতের প্রকোপ আরও বৃদ্ধি পেতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। তারা প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

একাধিক পদে ১৩১ জনকে নিয়োগ দিচ্ছে বিটিসিএল
অবশেষে পেঁয়াজের রফতানি মূল্য কমিয়ে দিলো ভারত
চলতি সপ্তাহে শৈত্যপ্রবাহের সম্ভাবনা, হতে পারে বৃষ্টি
হাসিনার ওপর রাগ লাগে না আপনার? খালেদা জিয়াকে আসিফ নজরুল
কেক কেটে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, সমর্থক গ্রেফতার
২৪ দফার ইশতেহার নিয়ে সামনে আসছে তরুণদের দল
গোল্ডেন গ্লোব পুরস্কার জিতলেন যারা
লন্ডনে দীর্ঘ ৭ বছর পর দেখা হবে মা ও ছেলের
ডিবি অফিসে আয়নাঘর বা ভাতের হোটেল থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
চট্টগ্রাম আদালতের ১ হাজার ৯১১টি মামলার নথি গায়েব
রাতে স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন তারেক রহমান
৫ আগষ্টের পর খুলনার আ: লীগের নেতাদের বাড়ীগুলো হয়ে গেছে ভূতের বাড়ী
অবশেষে বিপিএলে দল পেলেন মোসাদ্দেক হোসেন
জান্নাতি ফল ডালিম খাওয়ার যত উপকারিতা
চীনের পর এবার ভারতে মিললো এইচএমপিভি ভাইরাস, ছড়িয়ে পড়ছে দ্রুত
দেশের মূল্যস্ফীতি কমলেও অস্বস্তিতে গ্রামের মানুষ
নিজের নামে ট্রফি, অথচ পুরস্কার বিতরণী মঞ্চে ডাকা হয়নি গাভাস্কারকে
যুক্তরাষ্ট্রে তুষার ঝড়ের শঙ্কা, ৭ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি  
ভারতে পালানোর সময় ছাত্রলীগ নেতা শাহাজাদা গ্রেপ্তার
শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি