তরুণ প্রজন্মের ত্যাগ স্বীকারকে বৃথা হতে দেওয়া যাবে না: এম সাখাওয়াত
নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত
নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, "বৈষম্যবিরোধী আন্দোলনে তরুণ প্রজন্মের প্রায় দুই হাজার জীবন উৎসর্গের দান আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। তাদের ত্যাগকে কখনোই বৃথা যেতে দেওয়া যাবে না।"
শুক্রবার সকালে খুলনা সরকারি সুন্দরবন আদর্শ কলেজের ৫৬ বছরপূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, "সরকারি সুন্দরবন আদর্শ কলেজ আয়তনে ছোট হলেও এর অবদান অনেক বড়। এই কলেজ থেকে বহু গুণী ব্যক্তি জন্ম নিয়েছেন, যারা খুলনার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তবে, এত পুরোনো প্রতিষ্ঠান হয়েও এর অবকাঠামোগত উন্নয়ন এখনও যথেষ্ট হয়নি, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ।"
নৌ-উপদেষ্টা খুলনার উন্নয়নের জন্য মোংলা পোর্টকে আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, "মোংলা পোর্ট খুলনার বন্দর। এটির পূর্ণ বিকাশ নিশ্চিত করতে কন্টেইনার টার্মিনাল নির্মাণসহ প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল ডিফেন্স কলেজের সিনিয়র ডাইরেক্টিং স্টাফ মেজর জেনারেল খান ফিরোজ আহমেদ, মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম, বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দার, এবং জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সরকারি সুন্দরবন আদর্শ কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু তাহের মো. আনিছুর রহমান।