বিদ্যুতের দুর্বল সংযোগে সচিবালয়ে আগুন, কারও সংশ্লিষ্টতা নেই
ছবি: সংগৃহীত
সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে কারও সংশ্লিষ্টতা পায়নি গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। বিদ্যুতের দুর্বল সংযোগের কারণে এই আগুন লেগেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করেন কমিটির প্রধান স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি। সেখানেই এ তথ্য জানা গেছে।
স্বরাষ্ট্র সচিব বলেন, ‘বিদ্যুতের লুজ কালেকশন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। ভবনের ডিজাইন ও বাতাসের গতির কারণে আগুন ছড়িয়ে গেছে।’
অন্যদিকে ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব রাসেল জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় বিস্ফোরক ব্যবহারের কোনো আলামত পাওয়া যায়নি।
তদন্ত প্রতিবেদন হস্তান্তরের পর সচিবালয়ে পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা রাখতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
গত ২৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের ৮টি এবং পরে ১৯টি ইউনিট নিয়ন্ত্রণে কাজ করে। আগুন সচিবালয় ভবনের ৬, ৭, ৮ ও ৯ নম্বর ফ্লোরে ছড়িয়ে পড়ে।
প্রায় ১০ ঘণ্টা পর সকাল ১১টা ৪৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। আগুন নেভানোর কাজে যোগ দিয়ে সড়কে ট্রাক চাপায় ফায়ার সার্ভিসের একজন কর্মীও নিহত হন।
গতকাল (সোমবার, ৩০ ডিসেম্বর) অগ্নিকাণ্ডের প্রতিবেদন জমা দেয়ার কথা থাকলেও বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তদন্ত কমিটির বৈঠক শেষে আজ (মঙ্গলবার) জমা দেয়ার কথা জানিয়েছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও তদন্ত কমিটির প্রধান ড. নাসিমুল গণি।