বুধবার, ১ জানুয়ারি ২০২৫ | ১৭ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

দুদকের মহাপরিচালক হলেন আবু হেনা মোস্তফা জামান

ছবি: সংগৃহীত

জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব আবু হেনা মোস্তফা জামানকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (২৯ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব আবু হেনা মোস্তাফা জামানকে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক হিসেবে পদায়নের জন্য তার চাকরি মন্ত্রিপরিষদ বিভাগে ন্যস্ত করা হয়েছে।

জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Header Ad
Header Ad

নতুন রাজনৈতিক দল নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের প্রয়োজনেই নতুন রাজনৈতিক দলের উত্থান স্বাভাবিক। এটি গণতান্ত্রিক প্রক্রিয়ারই অংশ। এ নিয়ে বিচলিত হওয়ার কোনো কারণ নেই। বিএনপি সবসময় গণতান্ত্রিক উদ্যোগকে স্বাগত জানায়।

বুধবার (১ জানুয়ারি) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, বিএনপি জন্মলগ্ন থেকেই বহু দল ও মতের চর্চাকে সমর্থন করে আসছে। জনগণ কোন রাজনৈতিক দলকে গ্রহণ বা বর্জন করবে, তা নির্বাচনেই নির্ধারিত হবে। তবে কিছু গোষ্ঠী ভিন্ন উদ্দেশ্যে নির্বাচনের পরিবেশ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে।

বিএনপির নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, “নির্বাচনের জন্য মানসিক প্রস্তুতি নিন। নির্বাচন কমিশন তার দায়িত্ব পালন করবে বলে আমাদের বিশ্বাস রাখতে হবে।”

তিনি আরও বলেন, “২০০৯ সাল থেকে এ পর্যন্ত সাড়ে তিন কোটি ভোটার ভোটার তালিকায় যুক্ত হয়েছে, কিন্তু তারা জাতীয় বা স্থানীয় কোনো নির্বাচনেই ভোট দিতে পারেনি। এ নিয়ে তরুণ প্রজন্মের মনে প্রশ্ন রয়েছে।”

তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “অপপ্রচারে বিভ্রান্ত হবেন না এবং সতর্ক থাকুন। নিজেরা এমন কোনো কাজে যুক্ত হবেন না, যা অন্যদের অপপ্রচারের সুযোগ করে দেয়।”

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে আয়োজিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

Header Ad
Header Ad

বিরামপুরে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ছবি : ঢাকাপ্রকাশ

দিনাজপুরের বিরামপুরে নানান কর্মসূচির মধ্য দিয়ে ১লা জানুয়ারি বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বিরামপুর উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে এদিন বিকেল ৪টায় বিএনপি মোড়ে অবস্থিত দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পৌর ছাত্রদলের আহবায়ক আমীর হামজার সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের আহবায়ক আসাদুজ্জামান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি'র সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপি'র সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, জেলা বিএনপি'র সহ-সভাপতি তোছাদ্দেক হোসেন তোছা, জেলা বিএনপি'র সদস্য ভিপি কমর সেলিম ও মহসিন আলী রাজু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবদুল্লাহ আল নোমান, পৌর ছাত্রদলের সদস্য সচিব মারুফ রহমান মিঠু, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবদুল্লাহ, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক বাদশা মোহাম্মদ নাজ্জাসী প্রমূখ।

এসময় উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী, বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও শ্রমিকদলের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Header Ad
Header Ad

নওগাঁ যাত্রীবাহী বাস উল্টে নিহত ২, আহত ১৫

ছবি : ঢাকাপ্রকাশ

নওগাঁর মহাদেবপুরে একটি বাস উল্টে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। বুধবার ১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে মহাদেবপুর-নজিপুর আঞ্চলিক মহাসড়কের খুন্তির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খুন্তির মোড় এলাকায় পার্শ্বরাস্তা থেকে মহাসড়কে হঠাৎ করে উঠে আসা মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের উল্টে যায়।

আহত ব্যক্তিদের মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নওগাঁ জেনারেল হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত ব্যক্তিরা হলেন বাসচালকের সহকারী ও মহাদেবপুর উপজেলার পশ্চিম খাঁপুর গ্রামের বাসিন্দা মোশাররফ হোসেন (৪২) এবং বাসের যাত্রী ও মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী আফতাব উদ্দিন (৫০)।

 

ছবি : ঢাকাপ্রকাশ

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী বলেন, আজ বেলা সাড়ে ১১টার দিকে তনয় পরিবহনের একটি বাস ধামইরহাট থেকে ৩০ জন যাত্রী নিয়ে নওগাঁর উদ্দেশে রওনা দেয়। দুপুর ১২টার দিকে বাসটি মহাদেবপুর উপজেলার খুন্তির মোড় এলাকায় পৌঁছালে পার্শ্বরাস্তা থেকে উঠে আসা একটি মোটরসাইকেলকে সাইড দিতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে এ দুর্ঘটনা ঘটে। বাস উল্টে চালকের সহকারী মোশাররফ হোসেন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় বাসের যাত্রী আফতাব উদ্দিনকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী নেওয়ার পথে তিনি মারা যান। বাসে থাকা অন্তত আরও ১৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

নতুন রাজনৈতিক দল নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই: তারেক রহমান
বিরামপুরে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
নওগাঁ যাত্রীবাহী বাস উল্টে নিহত ২, আহত ১৫
২০২৫ সালে বাংলাদেশ ক্রিকেট দলের খেলার সময়সূচি
দুবাইয়ে অবকাশ যাপনে হৃতিক, সঙ্গে প্রেমিকা আর প্রাক্তন স্ত্রী
ফেসবুক ব্লু ভেরিফায়েড ব্যাজ পেতে যা যা প্রয়োজন
বেক্সিমকোর ৩ কোম্পানিতে ২৫ স্বতন্ত্র পরিচালক নিয়োগ
ছাত্রদের জুলাই বিপ্লবের ঘোষণা পেছানোর কারণ যা জানা গেল
নওগাঁয় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
রেমিট্যান্স আয়ে সপ্তম বাংলাদেশ, শীর্ষে ভারত
গাইড বই কোম্পানি সাথে ১৪ লাখ টাকা চুক্তিকাণ্ডে তদন্ত কমিটি গঠন
১ ঘণ্টায় বাংলাদেশ দখলের হুমকি দিয়েছে ভারতের নাগা সাধুরা
চার মাসে ম্যাজিকাল কিছু করা যাবে না: বিসিবি সভাপতি
দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ  
‘আজ বিশ্বের জনসংখ্যা ৮০৯ কোটি’  
৪৩তম বিসিএসে বাদ পড়াদের সচিবালয়ের সামনে প্রতিবাদ, প্রজ্ঞাপনে অন্তর্ভুক্তির দাবি
ওমরাহ পালন করছেন অহনা রহমান, জানালেন নতুন বছরের শুভেচ্ছা
এবার দক্ষিণ কোরিয়ায় বর্ষবরণে কোনো উদযাপন হয়নি  
২০২৫ সাল হবে শেখ হাসিনা ও আ.লীগ নেতাদের বিচারের বছর: চিফ প্রসিকিউটর
ভারতের ‘র’-এর মাধ্যমে মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুকে ক্ষমতাচ্যুতের ষড়যন্ত্র