৪২তম বিশেষ বিসিএস: নিয়োগ পেলেন ৩৯৫৭ চিকিৎসক
সরকার নতুন তিন হাজার ৯৫৭ জনকে সহকারি সার্জন পদে নিয়োগ দিয়েছে। এই চিকিৎসকদের ৪২তম বিশেষ বিসিএস স্বাস্থ্য ক্যাডারে চূড়ান্তভাবে নিয়োগ দেয়া হল।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এই চিকিৎসকদের নিয়োগের কথা জানানো হয়। নিয়োগপ্রাপ্ত চিকিৎসকরা কোভিড-১৯ আক্রান্ত রোগীদের সেবা দেবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের আগামী ২৮ ফেব্রুয়ারি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগে যোগদান করতে বলা হয়েছে। নির্ধারিত তারিখে যোগদান না করলে তার নিয়োগ বাতিল হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নিয়োগপ্রাপ্তদের লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে অথবা সরকার কর্তৃক নির্ধারিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ নিতে হবে। বুনিয়াদি প্রশিক্ষণ শেষে তাকে তার চাকরি সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ নিতে হবে।
নতুন এসব ডাক্তারকে দুই বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে। শিক্ষানবিশকালে তিনি যদি অনুপযুক্ত হন তাহলে তাকে কারণ দর্শানো নোটিশ ছাড়াই চাকরি থেকে অপসারণ করা যাবে। প্রশিক্ষণ শেষে, বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ এবং শিক্ষানবিশকাল সন্তোষজনকভাবে শেষ হলে তাকে চাকরিতে স্থায়ী করা হবে।
এ ছাড়া যদি কেউ বিদেশি নাগরিক বিবাহ করে থাকেন কিংবা বিবাহ করার জন্য অঙ্গীকারাবদ্ধ হয়ে থাকেন তাহলে তার নিয়োগ বাতিল হবে। সরকারি কর্মচারী (আচরণবিধি) ১৯৭৯ অনুযায়ী, নিয়োগপ্রাপ্ত চিকিৎসক ও তার পরিবারের সদস্যদের মালিকানাধীন বা দখলে থাকা সকল স্থাবর-অস্থাবর সম্পত্তির বিবরণ সম্বলিত একটি ঘোষণাপত্র তাকে চাকরিতে যোগদানের সময় সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ে জমা দিতে হবে।
এ ছাড়া প্রতি পাঁচ বছর পর তার সম্পদের হিসাব দিতে হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
নিয়োগপ্রাপ্ত সহকারী সার্জনদের কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে হবে। এ সময় তার কর্মদক্ষতা সন্তোষজনক কি না চাকরি স্থায়ীকরণের সময় তা বিবেচনা করা হবে।
উল্লেখ্য, ২০২০ সালে ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি দেয় সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ২০২১ সালের ২৬ ফেব্রুয়ারি প্রিলিমিনারি পরীক্ষা (লিখিত টাইপ) অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ৩১ হাজার চিকিৎসক। গত বছরের ২৯ মার্চ ফল প্রকাশ করে পিএসসি। তাতে ৬ হাজার ২২ জন উত্তীর্ণ হন।
কিন্তু কোভিড-১৯ এর কারণে মৌখিক পরীক্ষা পেছানোর পর গত বছরের ৬ জুন থেকে মৌখিক পরীক্ষা গ্রহণ শুরু করে পিএসসি। দীর্ঘ প্রক্রিয়া শেষে মঙ্গলবার চূড়ান্তভাবে ৩ হাজার ৯৫৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করল জনপ্রশাসন মন্ত্রণালয়।
এনএইচবি/এমএমএ/