নগর ভবনে স্থানীয় সরকারের দাপ্তরিক কার্যক্রম শুরু কাল থেকে
ছবি: সংগৃহীত
আগামীকাল রবিবার (২৯ ডিসেম্বর) থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ের (নগর ভবন) শূন্য কক্ষগুলোতে স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করা হবে। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া শনিবার রাজধানীর হেয়াররোডে নিজ বাসভবনে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় এ তথ্য জানান।
উপদেষ্টা বলেন, "মন্ত্রণালয়ের দাপ্তরিক কার্যক্রম একদিনের জন্যও বন্ধ রাখা হবে না। চলমান জনবান্ধব উন্নয়ন কার্যক্রমকে বিঘ্নিত হতে দেওয়া যাবে না। একই সঙ্গে বিগত ফ্যাসিস্ট আমলের দুর্নীতির তথ্য লোপাটের যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করা হবে।" তিনি আরও জানান, মন্ত্রণালয়ের কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।
গত বুধবার গভীর রাতে রাজধানীর প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি মন্ত্রণালয়ের কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়। আগুনে স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দুটি বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র, কম্পিউটার ও আসবাব পুড়ে গেছে। দেয়াল ও মেঝেরও বড় ক্ষতি হয়েছে।
এই পরিস্থিতিতে সিদ্ধান্ত হয় যে, পুড়ে যাওয়া মন্ত্রণালয়গুলোর কার্যক্রম অন্তর্বর্তীকালীন সময়ে অধীন দপ্তরগুলোর কার্যালয় থেকে পরিচালনা করা হবে। স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের শূন্য কক্ষগুলো নির্ধারণ করা হয়েছে।
এ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রশাসনিক কাজের ধারাবাহিকতা বজায় রাখতে দ্রুত উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্টরা ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে আরও সতর্ক হওয়ার আহ্বান জানানো হয়েছে।