ইসি গঠনে ৬০ বিশিষ্ট ব্যক্তির সঙ্গে বসবে সার্চ কমিটি
নির্বাচন কমিশন গঠন করার জন্য বিভিন্ন পেশার বিশিষ্ট ৬০ ব্যক্তির সঙ্গে বসবে সার্চ কমিটি। শনিবার ও রোববার বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার ( ৮ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে কমিটির বৈঠক শেষে এতথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
তিনি বলেন, নিবন্ধিত রাজনৈতিক দল এবং কমবেশি ৬০ জন বিশিষ্ট ব্যক্তিকে চিঠি দিয়ে তাদের কাছে নাম চাইবে অনুসন্ধান কমিটি। আগামীকাল বুধবার তাদের চিঠি দেওয়া হবে। সেইসঙ্গে শনিবার ও রোববার বিভিন্ন পেশার বিশিষ্ট ৬০ ব্যক্তির সঙ্গে বৈঠক করবে সার্চ কমিটি।
রাজনৈতিক দলগুলোর কাছ থেকে এ পর্যন্ত ৩০ জনের নাম এসেছে বলেও জানানো হয়েছে।
তিনি বলেন, দলগুলো আগামী শুক্রবারের মধ্যে মন্ত্রণালয়ে বা ওয়েবসাইটে প্রস্তাব পাঠাতে পারবে। শুক্রবার মন্ত্রণালয় (মন্ত্রিপরিষদ বিভাগ) খোলা রেখে প্রস্তাব রিসিভ করার ব্যবস্থা থাকবে।
এছাড়া বৃহস্পতিবার সার্চ কমিটির পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের লক্ষ্যে শনিবার (৫ ফ্রেব্রুয়ারি) অনুসন্ধান কমিটি গঠন করা হয়। এতে বিচারপতি ওবায়দুল হাসানকে কমিটির সভাপতি নিযুক্ত করা হয়। অনুসন্ধান কমিটির অন্য সদস্যরা হলেন- বিচারপতি এসএম কুদ্দুস জামান, বাংলাদেশ মহা হিসাবনিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান সোহরাব হোসেন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছুহুল হোসাইন ও কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।
আইন অনুযায়ী এই সার্চ কমিটি বা অনুসন্ধান কমিটি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের জন্য দু’টি করে নাম প্রস্তাব করবেন। রাষ্ট্রপতি সেই নাম থেকে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের নিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করবেন। সেই কমিশন পরবর্তী সংসদ নির্বাচনসহ অন্যান্য নির্বাচন পরিচালনা করবে।
এমএ/আরএ