ভিডিও বার্তায় সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী
২০২২ সাল সুইডেন ও বাংলাদেশের জন্য বিশেষ বছর

২০২২ সাল সুইডেন ও বাংলাদেশের জন্য বিশেষ বছর। ৫০ বছর আগে ১৯৭২ সালের ৪ ফেব্রুয়ারি বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় সুইডেন। তাই এ বছর দুই দেশ কূটনৈতিক সম্পর্কে সুবর্ণজয়ন্তী উদযাপন করছে।
কূটনৈতিকের ৫০তম বার্ষিকীতে এক ভিডিও বার্তায় এ কথা বলেন সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী অ্যান লিন্ডে। মঙ্গলবার (০৮ ফেব্রুয়ারি) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, একটি দীর্ঘস্থায়ী অংশীদার হিসেবে গত পাঁচ দশক ধরে সুইডেন ও বাংলাদেশ একটি উল্লেখযোগ্য উন্নয়ন অভিযাত্রা অনুসরণ করছে যেটা গতিশলী ও ক্রমবর্ধমান। এ বছরটি আমাদের দুই দেশের বন্ধুত্বের ইতিহাস উদযাপনের বছর। আমরা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার অপেক্ষায় আছি এবং একসঙ্গে বিশ্বব্যাপী চ্যালেঞ্জ মোকাবেলা করব।
আরইউ/এসআইএইচ
