স্বাধীন রাষ্ট্রে গুম ও আয়নাঘরের অস্তিত্ব লজ্জাজনক: ধর্ম উপদেষ্টা
আলোচনা সভায় বক্তব্য রাখছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, একটি স্বাধীন রাষ্ট্রে গুম ও আয়নাঘরের অস্তিত্ব লজ্জাজনক। এভাবে বছরের পর বছর ধরে বিরোধীদলকে বিভৎসভাবে প্রতিহত করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) আগারগাঁওয়ের ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
এসময় ড. খালিদ হোসেন স্বাধীন বাংলাদেশের বর্তমান অবস্থা ও অতীতের তুলনা টেনে বলেন, ১৯৫৪ থেকে ১৯৭০ পর্যন্ত ইয়াহিয়া বা আইয়ুব খানের আমলে কোনো নির্বাচনে কারচুপি হয়নি। কিন্তু গত ১৫ বছরের নির্বাচনগুলো ছিল স্পষ্টত প্রহসন।
তিনি ক্ষমতাসীনদের প্রতি কঠোর সমালোচনা করে উল্লেখ করেন, আগের সরকারের আমলে অনিয়ম হয়েছিল, কিন্তু বর্তমানে যারা চেয়ারে বসে আছেন, তারা বেশিদিন থাকতে পারবেন না। দেশকে দেউলিয়া করার প্রয়াস যারা চালাচ্ছে, কোটি কোটি টাকা যারা লুট করছে এবং বাজারে সিণ্ডিকেট তৈরি করছে, তারা কখনো দেশপ্রেমিক হতে পারে না।
তাবলিগ-জামায়াতের দুই গ্রুপের চলমান সমস্যার বিষয়ে তিনি বলেন, এই সমস্যার সমাধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। ধর্ম মন্ত্রণালয়ের নয়। ইতোমধ্যে কয়েকটি মন্ত্রণালয় তাদের সঙ্গে আলোচনা করেছে। প্রয়োজনে আরও আলোচনা করা হবে।
আলোচনা সভায় ধর্ম উপদেষ্টা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও আর্থ-সামাজিক উন্নয়নে সঠিক দিকনির্দেশনা গ্রহণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের পরিচালক মোঃ শফিউল আলম, উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ, ইফার দ্বীনি দাওয়াত বিভাগের পরিচালক মোঃ তৌহিদুল আনোয়ার প্রমূখ বক্তব্য প্রদান করেন। এ অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক, উপপরিচালকসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।