রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫ | ৫ মাঘ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

বর্ণিল আলোকসজ্জায় সেজেছে জাতীয় স্মৃতিসৌধ

জাতীয় স্মৃতিসৌ। ছবি: সংগৃহীত

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে প্রথম প্রহরে মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও দেশ-বিদেশের গূরুত্বপূর্ণ ব্যক্তিবর্গসহ অনেকেই। এই উপলক্ষে স্মৃতিসৌধকে ঢেলে সাজিয়েছে গণপূর্ত বিভাগ। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাসহ সকল কার্যক্রম। সাজসজ্জ্বা দেখতে স্মৃতিসৌধের সামনে ভিড় করছেন অনেকেই।

রোববার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় স্মৃতিসৌধ এলাকায় গিয়ে দেখা গেছে পুরো এলাকায় রঙিন বাতির সমাহার। মূল ফটক থেকে বেদি পর্যন্ত লাল, সবুজ ও নীল আলোকবাতি দিয়ে আলোকসজ্জ্বায় সজ্জ্বিত পুরো এলাকা। সৌধের প্রতিটি ফটকেই লাল, নীল হলুদসহ নানা রঙের বাতি শোভা পাচ্ছে।

স্মৃতিসৌধের মূল ফটকের সামনে গিয়ে দেখা যায়। সেখানে ভিড় জমিয়েছেন নানা পেশাজীবী মানুষ। কেউ বন্ধুদের নিয়ে এসেছেন, কেউ পরিবারের সদস্যদের নিয়ে এসেছেন। অনেকেই বর্ণিল আলোকসজ্জ্বার সামনে ক্যামেরাবন্দী করে নিচ্ছেন নিজেদের।

এছাড়া লাল ইটে সাদা রঙের ছোঁয়া শুভ্রতা ছড়াচ্ছে। বিভিন্ন স্থানে লাল টবে শোভা পাচ্ছে বাহারি ফুল গাছ। অভ্যন্তরে বিভিন্ন গাছ, স্থাপনা ও ফুলের গাছের কাছেও বাতি জ্বলতে দেখা যায়। প্রতিটি স্থাপনা সাজানো হয়েছে আলোকসজ্জ্বায়। সড়কগুলোতে বাহারি রঙের বাতি দিয়ে সাজানো হয়েছে।

স্মৃতিসৌধের এলাকার অপর পাশে জয় রেস্তোরা, সেনা শপিং কমপ্লেক্স, সেনা অডিটোরিয়ামসহ সড়কের বিভিন্ন অংশে দেওয়া হয়েছে আলোকবাতি। এছাড়াও দেখা যায়, স্মৃতিসৌধ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে চারদিক সিসিটিভির আওতায় আনা হয়েছে।

প্রতি বছর বিজয় দিবস, স্বাধীনতা দিবসে এমন আলোকসজ্জ্বা করে থাকে স্মৃতিসৌধের দায়িত্বে থাকা গণপূর্ত বিভাগ। এ বিষয়ে জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলি মো. মিজানুর রহমান বলেন, মহান বিজয় দিবসে রাষ্ট্রপতি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, দেশ-বিদেশের গূরুত্বপূর্ণ ব্যক্তিবর্গসহ লাখো মানুষ জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। এজন্য জাতীয় স্মৃতিসৌধকে ঢেলে সাজানো হয়েছে। এর অংশ হিসেবে গেট থেকে শুরু করে সৌধ এলাকার সব স্থানে আলোকসজ্জ্বা করা হয়েছে।

বিজয় দিবসকে ঘিরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজের জন্য জাতীয় স্মৃতিসৌধ গত ৮ ডিসেম্বর থেকে জনসাধারনের জন্য বন্ধ রাখা হয়েছে। ১৬ ডিসেম্বর প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, দেশ-বিদেশের গূরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ জাতীয় স্মৃতিসৌধ ত্যাগ করার পর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে ।

Header Ad
Header Ad

ভারতের গুজরাটে আটক বাংলাদেশি দম্পতিকে ৭ বছর পর বেনাপোল দিয়ে হস্তান্তর

ছবি : ঢাকাপ্রকাশ

পাসপোর্ট ও ভিসা ছাড়াই ভারতে প্রবেশ করে গুজরাটে আটক হওয়া বাংলাদেশি দম্পতি রশিদ শেখ (৪০) ও ঝরনা খাতুন (৩২) ৭ বছর কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বাংলাদেশে ফিরে এসেছেন। রবিবার সন্ধ্যায় বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ।

জানা যায়, ২০১৮ সালের মার্চ মাসে দালালের মাধ্যমে ভারতে প্রবেশ করেন রশিদ ও ঝরনা। গুজরাটে অবস্থানকালে সেখানকার পুলিশ তাদের আটক করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গুজরাট সেন্ট্রাল কারাগারে সাজা ভোগ করেন তারা।

রশিদ শেখ যশোরের ঝিকরগাছা উপজেলার মল্লিকপাড়া গ্রামের মো. রাজ্জাক শেখের ছেলে। ঝরনা খাতুন মনিরামপুর উপজেলার মোছনা গ্রামের মো. ওমর আলী গাজীর মেয়ে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভূঁইয়া জানিয়েছেন, পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের ট্রাভেল পারমিটের মাধ্যমে হস্তান্তর করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

দালালের মাধ্যমে বিদেশে প্রবেশ ও কারাভোগের ঘটনায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Header Ad
Header Ad

নওগাঁ বিশ্ববিদ্যালয় হবে নওগাঁ শহরে: উপাচার্য হাছানাত আলী

ছবি : ঢাকাপ্রকাশ

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলী বলেছেন,‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, তার জন্মদিনে ঘোষণা দিচ্ছি, কোন বিল ঝিল খাল নদী নালায় নওগাঁ বিশ্ববিদ্যালয় হবে না। নওগাঁ বিশ্ববিদ্যালয় এই শহরের উপকণ্ঠে হবে।’

রবিবার(১৯ জানুয়ারি) বিকেলে নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে নওগাঁ জেলা বিএনপি আয়োজিত ‘জনতার জিয়া’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করার আগে আপনাদের নেতার সঙ্গে আমার কথা হয়েছে। আপনাদের নেতা বলেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মেধাবীদের বাংলাদেশ গড়তে চেয়েছেন। নওগাঁ বিশ্ববিদ্যালয় হবে মেধাবীদের বিশ্ববিদ্যালয়। নওগাঁ বিশ্ববিদ্যালয়ে তারাই শিক্ষক হিসেবে জয়েন করবে যারা স্ব স্ব ক্ষেত্রে সবচেয়ে বেশি মেধাবী। এখানে যারা শিক্ষক হবে, মেধাবীরা হবে, তার রং সাদা না কালো সেটি বিচার করা হবে না, তবে কোন স্বৈরাচারের দোসর এই বিশ্ববিদ্যালয়ে আসতে পারবেনা। তার নিশ্চিয়তা আমি আপনাদেরকে দিচ্ছি। মেধাবীদের বাংলাদেশ গড়ার জন্য ১৫৮১ জন তাজা রক্ত ঢেলে দিয়েছে। আমি কথা দিচ্ছি নওগাঁ বিশ্ববিদ্যালয় হবে মেধাবীদের বিশ্ববিদ্যালয়।’

 

ছবি : ঢাকাপ্রকাশ

নওগাঁ জেলা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিক নান্নুর সভাপতিত্বে ও সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সনি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টুকু, এস.এম রেজাউল ইসলাম রেজু, আমিনুল হক বেলাল, মামুনুর রহমান রিপন, শফিউল আজম রানা, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শফিউল আলম টুটুল, নওগাঁ জেলা শ্রমিক দলের সভাপতি জিল্লুর রহমান, নওগাঁ জেলা মহিলা দলের সভানেত্রী শামিমা পারভীন পলি,নওগাঁ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Header Ad
Header Ad

ডাকসুর সাবেক সদস্য ও ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ঐতিহ্য গ্রেফতার

ডাকসুর সাবেক সদস্য ও ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাকিবুল ইসলাম ঐতিহ্য। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের (ডাকসু) সাবেক নির্বাচিত সদস্য ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি রাকিবুল ইসলাম ঐতিহ্যকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৮ জানুয়ারি) রাত ১০টার দিকে রাজধানী ঢাকার পান্থপথ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শেরে বাংলা নগর থানার থেকে জানিয়েছে, রাকিবুল ইসলাম ঐতিহ্যকে গ্রেফতারের কারণ হিসেবে গণঅভ্যুত্থানের সময় তিনি ছাত্র-জনতার ওপর হামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

এদিকে, আজ রাকিবুল ইসলাম ঐতিহ্যকে আদালতে হাজির করা হলে, আদালত তার জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ভারতের গুজরাটে আটক বাংলাদেশি দম্পতিকে ৭ বছর পর বেনাপোল দিয়ে হস্তান্তর
নওগাঁ বিশ্ববিদ্যালয় হবে নওগাঁ শহরে: উপাচার্য হাছানাত আলী
ডাকসুর সাবেক সদস্য ও ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ঐতিহ্য গ্রেফতার
গণ-অভ্যুত্থানকে স্মরণীয় রাখতে ৫ আগস্ট নির্বাচন দিন : সালাহউদ্দিন
জাতীয় কবি নজরুলের নাতি বাবুল কাজী আর নেই
জবিতে বোরকা পরে সনদ তুলতে এসে আটক ছাত্রলীগ নেত্রী
রিপন-ফাহিমের দারুণ বোলিং আর মালানের ফিফটিতে বরিশালের জয়
লাখো তরুণীর হৃদয় ভেঙে বিয়ে করলেন দর্শন রাভাল! পাত্রী কে?
সংস্কার ও নির্বাচন একসাথেই চলতে পারে : মির্জা ফখরুল
মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৪৫.৬২ শতাংশ
বিডিআর বিদ্রোহ: বিস্ফোরক মামলায় ২ শতাধিক আসামির জামিন
গাজায় ফের হামলা শুরু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী
সাবেক ডেপুটি গভর্নরের বাসায় দুদকের অভিযান, টাকা উদ্ধার
ইউটিউবের নতুন ফিচারে থাকছে যেসব সুবিধা
দেশে চারটি প্রদেশের কথা ভাবছে সংস্কার কমিশন
নাইজেরিয়ায় জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে ৭৭ জন নিহত  
হাত-মুখ বেঁধে সাবেক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতি
দেশের সীমান্ত নিরাপদ আছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ভারতের গঙ্গায় ডুবল বাংলাদেশি জাহাজ
‘আওয়ামী লীগকে নিষিদ্ধের কোনো পরিকল্পনা নেই সরকারের’