দৈনিক নিত্যপয়োজনীয় পণ্যের মূল্য তালিকা প্রকাশ করলো কৃষি মন্ত্রনালয়
ছবি: সংগৃহীত
প্রতিদিনের মত আজকেও আগামীকালকের (১৬ ডিসেম্বর) নিত্য প্রয়োজনীয় কৃষিপণ্যের পাইকারি ও খুচরা পর্যায়ে যৌক্তিক মূল্য এবং ঢাকা মহানগরীর বাজারসমূহের প্রকৃত পাইকারি ও খুচরা বাজার দর প্রকাশ করলো কৃষি মন্ত্রনালয়ের নিয়ন্ত্রিত ওয়েবসাইট বাজারদরে।
রবিবার(১৫ ডিসেম্বর) কৃষিপণ্যের পাইকারি ও খুচরা মূল্যের তালিকার সফটকপি প্রধান উপদেষ্টার ফেইজবুক পেইজে প্রকাশ করলো।
সেখানে দেখা যায়, নিত্য প্রয়োজনীয় কৃষিপণ্যের পাইকারি ও খুচরা পর্যায়ে যৌক্তিক মূল্যের চার্ট আকারে দেওয়া। যেখানে ডিম কিনতে পারবেন ১১.৫০ টাকায়। তাছাড়া নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের তালিকা প্রকাশ করা হয়, আটা (খোলা) প্রতি কেজি ৩৪.০০,মসুর ডাল (উন্নত) প্রতি কেজি ১২৫.৩৫, ৩ মসুর ডাল (মোটা) প্রতি কেজি ১০০.২০, মুগ ডাল (সরু-উন্নত) প্রতি কেজি ১৫৮.৫৭, মুগ ডাল (মোটা) প্রতি কেজি ১১৬.০০, খেসারী ডাল প্রতি কেজি ৮৩.৮৩, ছোলা প্রতি কেজি ৯৩.৫০ মাশ কলাই প্রতি কেজি ১৪৫.৩০, সয়াবিন তেল (খোলা) প্রতি লিটার ১৫৪,০০, পাম তেল (খোলা) প্রতি লিটার ১৫০,০০, তেল-সয়াবিন (ক্যান ১লিঃ, বিভিন্ন ব্র্যান্ড) প্রতি লিটার ১৭১,০০, তেল-সয়াবিন (ক্যান ৫লিঃ, বিভিন্ন ব্র্যান্ড) ৫ লিঃ ৮৩০,০০, সরিষার তেল (খোলা) প্রতি লিটার ১৮২.০০, চিনি- আমদানীকৃত (সাদা-খোলা) প্রতি কেজি ১১৬,০০, পেঁয়াজ (দেশী-পুরাতন) প্রতি কেজি ৫৩.২০, পেঁয়াজ (আমদানীকৃত) প্রতি কেজি ৬০.০০, রসুন (দেশী) প্রতি কেজি ৯৪.৬১, রসুন (চায়না) প্রতি কেজি ১৯০,০০, আদা (আমদানীকৃত) প্রতি কেজি ১২০,শুকনা মরিচ (দেশী) প্রতি কেজি ২৫৩.২৬, কাঁচা মরিচ প্রতি কেজি ৪৫.৪০, আলু- সাদা (দেশী) প্রতি কেজি ৩৯.০০, বেগুন প্রতি কেজি ২৯.৭৬, কাঁচা পেঁপে প্রতি কেজি ১৭.৬৮, মিষ্টি কুমড়া প্রতি কেজি ২৪.০৫, ওলকপি প্রতি কেজি ২৪,০০, টমেটো (দেশী) প্রতি কেজি ৮০,০০, বরবটি প্রতি কেজি ৬০.০০, শসা প্রতি কেজি ২৪.৫২, উচ্ছে/করল্লা প্রতি কেজি ৪০,০০, ফুলকপি প্রতিটি ১৮.০০, বাঁধাকপি প্রতিটি ১৮.০০, সিম (জাতভেদে) প্রতি কেজি ৪০.৮২,৩০.০০,৫০.০০, ডিম ফার্ম সাদা/লাল প্রতিটি ১০.২০, তেলাপিয়া মাছ (চাষের) প্রতি কেজি ১৩০,০০, মোরগ/মুরগি (ব্রয়লার) জ্যান্ত প্রতি কেজি ১৭২.৬১, মোরগ/মুরগি (কক/সোনালী) জ্যান্ত প্রতি কেজি ২৬৪.৫৭, ছাগলের মাংস প্রতি কেজি ৯৫২.৫৮, গরুর মাংস প্রতি কেজি ৬৩২.৯৯।