শেষরাতে পুলিশের টহল বাড়াতে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ
স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবিঃ সংগৃহীত
ছিনতাই রোধে রাজধানীতে শেষরাতের দিকে পুলিশের টহল বাড়ানোর নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঢাকা শহরে ছিনতাই বেরে গেছে। বিশেষ করে শেষরাতে ছিনতাই বেশি হচ্ছে। এ কারণে শেষরাতের দিকে পুলিশের টহল বাড়াতে নির্দেশ দেয়া হয়েছে।
বিজয় দিবস ঘিরে নাশকতার আশঙ্কা নেই জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে ডিসেম্বরের দিবসগুলো ছাড়াও ইজতেমা নিয়ে আলোচনা হয়েছে। কোনো নাশকতার আশঙ্কা নেই। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
এদিন গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা ছাড়াও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়াও উপস্থিত ছিলেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সারাদেশে গ্রেপ্তার অভিযান চালানো হচ্ছে। এটি অব্যাহত থাকবে। ফ্যাসিস্ট সরকারের যারা আছে, মিছিল করছে, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, এসব ঘটনায় যাদের নামে মামলা আছে তাদের গ্রেপ্তার করা হবে। কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনী প্রতিহত করবে বলেও উল্লেখ করেন তিনি।