হানাদার বাহিনীর জুলুমের পুনরাবৃত্তি করেছে আওয়ামী লীগ: শফিকুল আলম
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম। ছবি: সংগৃহীত
শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও দেশ গড়ার স্বপ্ন ধারণ করে অন্তর্বর্তী সরকার। এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম। তিনি বলেন, ৭১ এর হানাদার বাহিনী জুলুমের পুনরাবৃত্তি ২৪ এ করেছে আওয়ামী লীগ।
শনিবার (১৪ ডিসেম্বর) রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
শফিকুল আলম বলেন, ১৯৭১ সালে যেভাবে হানাদার বাহিনী বুদ্ধিজীবীদের ধরে নিয়ে গিয়েছিল, ঠিক সেই অবস্থা আমরা জুলাইয়ে দেখেছি। প্রধান ছয়জন ছাত্র নেতাকে কীভাবে ধরে নিয়ে যাওয়া হয়েছিল তা সবাই দেখেছেন।
তিনি বলেন, শহীদ বুদ্ধিজীবীরা তাদের উত্তরসূরিদের জন্য যেসব লেখা লিখে গিয়েছেন, ২৪ এর আন্দোলনে বাচ্চা ছেলেরাও তার মায়ের কাছে চিঠি লিখেছে যে, তারা যুদ্ধ করতে যাচ্ছে।
যারা জুলাই আন্দোলনে ছিলেন, তাদের যে স্বপ্ন, যে চেতনা তা আমরা পুরোপুরি ধারণ করি বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব।
তিনি বলেন, আমরা স্বপ্ন দেখছি অধ্যাপক ইউনূসের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার দিকে এগিয়ে যাচ্ছি। তারা যে জন্য যুদ্ধ করেছিলেন, যে জন্য দেশকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, আমরা শহীদ বুদ্ধিজীবীদের সেই স্বপ্ন বাস্তবায়নের পথেই যাচ্ছি। তাদের চেতনা ধারণ করেই এগিয়ে যাচ্ছি।
এর আগে, সকাল ৭টা ৫ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও পরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সেখানে কিছু সময় তারা নীরবে দাঁড়িয়ে থাকেন।