বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ | ২৭ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

পুলিশে বড় রদবদল, জানা গেল নাম

বাংলাদেশ পুলিশ। ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে আবারও বড় রদবদল করা হচ্ছে। এবার একসঙ্গে পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, উপপুলিশ কমিশনার ও পুলিশ সুপার পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে বদলি/পদায়ন করা হয়েছে। ধারাবাহিকতায় আজ দেশের বিভিন্ন জেলার ১২ পুলিশ সুপারকে বদলি করা হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন পুলিশ-১ শাখার উপসচিব আবু সাঈদ।

এতে জানানো হয়েছে, পুলিশ অধিদপ্তর, ঢাকা (টিআর) এর পুলিশ সুপার আবু সাইমকে রংপুরের পুলিশ সুপার হিসেবে, গাইবান্ধার কমান্ড্যান্ট (পুলিশ সুপার) ইনসার্ভিস ট্রেনিং সেন্টার আবু সায়েম প্রধানকে চট্টগ্রামের পুলিশ সুপার, পিবিআই এর পুলিশ সুপার কাজী আখতার উল আলমকে ময়মনসিংহের পুলিশ সুপার, এসবির পুলিশ সুপার জাকির হোসেনকে দিনাজপুরের পুলিশ সুপার, পিবিআইয়ের পুলিশ সুপার শরিফ উদ্দীনকে বরিশালের পুলিশ সুপার, এসবির পুলিশ সুপার ফারজানা ইসলামকে রাজশাহীর পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া পুলিশ অধিপ্তরের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেককে গাজীপুরের পুলিশ সুপার, এন্টি টেররিজম ইউনিট, ঢাকার পুলিশ সুপার ইয়াছমিন খাতুনকে মানিকগঞ্জের পুলিশ সুপার, এপিবিএন সদর দপ্তর, ঢাকার পুলিশ সুপার নিশাত অ্যাঞ্জেলাকে গাইবান্ধার পুলিশ সুপার, ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার আসলাম শাহাজাদাকে হবিগঞ্জের পুলিশ সুপার, পিবিআইয়ের পুলিশ সুপার এহতেশামুল হককে ব্রাক্ষ্মণবাড়ীয়ার পুলিশ সুপার এবং এসবির বিশেষ মোহাম্মদ সাফিউল সারোয়ারকে নাওগার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Header Ad
Header Ad

নওগাঁয় গরুর মাংস মিলছে ৫৫০ টাকায়, কিনতে পারবেন ২৫০ গ্রামও

সরকারি ব্যবস্থাপনায় ন্যায্য মূল্যে গরুর মাংস বিক্রি কার্যক্রম

চড়া দামের কারণে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত অনেক মানুষ পুরো এক কেজি মাংস কিনতে পারছেন না। এমন ক্রেতাদের সুবিধার্থে এবার ২৫০ গ্রাম গরুর মাংস বিক্রি করতে নওগাঁর মান্দায়। সরকারি ব্যবস্থাপনায় ন্যায্য মূল্যের দোকানে গরুর মাংস বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সহযোগিতায় ও উপজেলা প্রশাসন আয়োজনে প্রসাদপুর বাজারের টিএন্ডটি অফিসের সামনে ন্যায্য মূল্যের এ দোকান উদ্বোধন করা হয়।

এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকতা দিপংকর পালসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

ন্যায্য মূল্যের এ দোকানে এক কেজি গরুর মাংস ৫৫০ টাকায় বিক্রি করা হয়। একজন ভোক্তাকে সর্বোচ্চ এক কেজি ও সর্বনিম্ন ২৫০ গ্রাম মাংস দেওয়া হয়েছে।


এ প্রসঙ্গে ইউএনও শাহ আলম মিয়া বলেন, জেলা প্রশাসক স্যারের দিক নিদের্শনায় ন্যায্য মূল্যে মাংসের দোকান চালু করা হয়েছে। সপ্তাহের বৃহস্পতিবার এ দোকান চালু থাকবে। আগামিতে গরুর মাংসের পাশাপাশি খাসির মাংসেরও ব্যবস্থা করা হবে।

Header Ad
Header Ad

মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালো প্রবাসী

মাছ ধরতে গিয়ে প্রাণ হারালো প্রবাসী।

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফজলুল হক (৪৫) নামের এক সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে উপজেলার বড়চওনা গ্রামে এ ঘটনা ঘটে।

ফজলুল হক সখীপুর উপজেলার শ্রীপুর গ্রামের মো. ওসমান মিয়ার ছেলে।

স্থানীয়সূত্রে জানা যায়, শ্বশুর বাড়িতে বেড়াতে আসে বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশের পুকুরে মাছ ধরতে যায় ফজলুল হক। মাছ ধরার একপর্যায়ে বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হলে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মো. শামসুল আলম জানান, হাসপাতালে আনার আগেই ওই প্রবাসীর মৃত্যু হয়েছে। পরে তার স্বজনরা মরদেহ নিয়ে যান।

Header Ad
Header Ad

যশোরের শার্শায় অবৈধ দখলে থাকা ৩শ' বিঘা সরকারি জমি উদ্ধার

উদ্ধারকৃত ৯৮ দশমিক ৫৮একর খাসজমি

যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে অবৈধ দখলে থাকা ৩শ' বিঘা (৯৮ দশমিক ৫৮ একর) সরকারি জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা ৯৮ দশমিক ৫৮একর খাসজমি উদ্ধার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ড. কাজী নাজিব হাসান।

উদ্ধারের পর এসব জমিতে বাঁশের খুঁটি পুতে লাল পতাকা দিয়ে সীমানা চিহ্নিত করে দেওয়া হয়।

ড. কাজী নাজিব হাসান বলেন, বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন এবং তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরাদের নিয়ে সরকারি জমি দখল পুনরুদ্ধারে অভিযান পরিচালনা করেন।

দখলদার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি আরও জানান, সব ধরনের অনিয়ম ও দখলদারদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন বলেন, শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ৩৬নং বাহাদুরপুর মৌজায় ৩টি দাগে বেনাপোল পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলম লিটন ও বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মফিজুর রহমান ক্ষমতার প্রভাব খাটিয়ে সরকারি ৩শ' বিঘা(৯৮ দশমিক ৫৮ একর) জমি দখলে নিয়ে বিশাল মৎস্য ঘের করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে অভিযান চালিয়ে অবৈধভাবে দখল করা এসব জমি উদ্ধার করা হয়েছে।

 

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

নওগাঁয় গরুর মাংস মিলছে ৫৫০ টাকায়, কিনতে পারবেন ২৫০ গ্রামও
মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালো প্রবাসী
যশোরের শার্শায় অবৈধ দখলে থাকা ৩শ' বিঘা সরকারি জমি উদ্ধার
তবে কি খুলছে ডাকসুর বন্ধু দুয়ার?
‘অবৈধ বাংলাদেশি’ ঠেকাতে ভারতে বিশেষ অভিযান
ডোপ টেস্টের কার্যক্রম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিয়ে শুরু
মামলা নিষ্পত্তি হলে তারেক রহমান দেশে ফিরবেন: মির্জা ফখরুল
পুলিশে বড় রদবদল, জানা গেল নাম
গুম-খুন-নির্যাতনে ‘আয়নাঘর’ ছিল জানালেন র‍্যাবের ডিজি
মেয়ের বাবা হলেন ছাত্র-আন্দোলনে নিহত ছাত্রদল নেতা শহীদ রাব্বি
বিজয় দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণ পেলেন খালেদা জিয়া ও তারেক রহমান
পুলিশ ক্লিয়ারেন্স ফি তিন গুণ বাড়ালো স্বরাষ্ট্র মন্ত্রণালয়
জয়কে হত্যাচেষ্টা মামলায় বিএনপি নেতা মিল্টনের জামিন
দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়
রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ার মারা গেছেন
প্রায় সাড়ে ৪ ঘন্টা বিভ্রাটের পর স্বাভাবিক হলো হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম
প্রধান বিচারপতির সঙ্গে সংবিধান সংস্কার কমিশনের সাক্ষাৎ
সরকারি চাকরির আবেদন ফি কমিয়ে প্রজ্ঞাপন জারি
২১ হাজার ৯৪৩ কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার
ঢাকা সফর নিয়ে দিল্লিতে ব্রিফ করলেন বিক্রম মিশ্রি