বিশ্ব মানবাধিকার দিবস আজ
ছবি : ঢাকাপ্রকাশ
আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিশ্বব্যাপী পালিত হচ্ছে মানবাধিকার দিবস। এ বছরের প্রতিপাদ্য হলো ‘আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ এখনই’। বাংলাদেশেও দিবসটি নানা কর্মসূচির মাধ্যমে উদযাপন করা হবে। জাতীয় মানবাধিকার কমিশনসহ বিভিন্ন সংগঠন মানববন্ধন, আলোচনা সভাসহ বিভিন্ন কার্যক্রম আয়োজন করবে। এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাণী প্রদান করেছেন।
১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র (Universal Declaration of Human Rights) গ্রহণ করে। এ ঘোষণাপত্রে উল্লেখ করা হয়েছে, জন্মস্থান, জাতি, ধর্ম, বর্ণ, অর্থনৈতিক অবস্থা কিংবা শিক্ষাগত যোগ্যতা নির্বিশেষে প্রতিটি মানুষের মানবাধিকার সমান এবং সর্বজনীন। মানবাধিকার রক্ষা ও উন্নয়নের লক্ষ্যে এই দিনটি বিশ্বব্যাপী মানবাধিকার দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
রাষ্ট্রপতির বাণী: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, "মানুষের সর্বজনীন, সহজাত ও অলঙ্ঘনীয় অধিকারই মানবাধিকার। এটি মৌলিক অধিকার নিশ্চিত করে, পাশাপাশি স্বাধীনতা ও মর্যাদা রক্ষা করে।" তিনি ১৯৭২ সালের বাংলাদেশের সংবিধানে মৌলিক মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি স্মরণ করিয়ে দেন।
তিনি বলেন, "বর্তমান তথ্য-প্রযুক্তির যুগেও ফিলিস্তিনসহ বিভিন্ন স্থানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। মানবাধিকার প্রতিষ্ঠায় জনসচেতনতা বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে কার্যক্রম জোরদার করার পাশাপাশি জাতীয় মানবাধিকার কমিশনকে গণমুখী ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে হবে।"
রাষ্ট্রপতি আরও উল্লেখ করেন, জাতীয় মানবাধিকার কমিশন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে গণশুনানি আয়োজন, আন্তর্জাতিক ফোরামে প্রতিবেদন দাখিল, শিশু ও নারীর প্রতি সহিংসতা রোধে কার্যক্রম গ্রহণসহ মানবাধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।
মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ভুক্তভোগীদের প্রতিকার নিশ্চিত করতে রাষ্ট্রীয় ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষ ভূমিকার ওপর জোর দিয়ে রাষ্ট্রপতি বলেন, "সবাইকে নির্যাতিত ও নিপীড়িত মানুষের অধিকার রক্ষায় সোচ্চার হতে হবে।"
বিশ্ব মানবাধিকার দিবস আমাদের মানবাধিকার রক্ষায় সচেতনতা ও দায়িত্ববোধ জাগ্রত করার এক গুরুত্বপূর্ণ উপলক্ষ।