মাথাপিছু আয় বেড়ে ২৫৯১ ডলার
বাংলাদেশে ২০২০-২১ অর্থবছরের চূড়ান্ত হিসাব অনুযায়ী মাথাপিছু আয় বেড়ে হয়েছে ২ হাজার ৫৯১ ডলার বা প্রায় ২ লাখ ২০ হাজার টাকা। যা সাময়িকভাবে প্রাক্কলন করা হয়েছিল ২ হাজার ৫৫৪ ডলার বা প্রায় ২ লাখ ১৭ হাজর টাকা।
আর মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ৯৪ শতাংশ। যা আগে ধরা হয়েছিল ৫ দশমিক ৫৩ শতাংশ। জিডিপির আকার বেড়ে হয়েছে ৪১৬ বিলিয়ন বা ৪১ হাজার ৬০০ কোটি ডলার। যা আগে ধরা হয়েছিল ৪১১ বিলিয়ন বা ৪১ হাজার ১০০ কোটি ডলার।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এসব তথ্য জানান। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যের ভিত্তিতে তিনি এ সব কথা বলেন।
প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে শেরে বাংলা নগরে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি সভায় যুক্ত হয়েছিলেন।
সবার প্রচেষ্টায় জিডিপির এই প্রবৃদ্ধি অর্জনের জন্য প্রধানমন্ত্রী সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। সভায় ৩৭ হাজার ৫০৭ কোটি টাকা ব্যয়ে ১১টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে বলে মন্ত্রী জানান।
জেডএ/টিটি