এখনও পদত্যাগ করেননি মুরাদ, তার দপ্তরও খালি
বন্ধ রয়েছে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর দপ্তর
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের আজ মঙ্গলবার (৭ ডিসেম্বর) পদত্যাগ করার কথা থাকলেও বেলা পৌনে ১১টা নাগাদ পদত্যাগ করেননি তিনি। একই সময় পর্যন্ত তিনি তার দপ্তরেও আসেননি। তার দপ্তরে উপস্থিত জনসংযোগ কর্মকর্তার মাধ্যমে এ তথ্য জানা যায়।
এইমাত্র সচিবালয় ৪ নম্বর ভবনের তথ্য মন্ত্রণালয়ে তথ্য-সম্প্রচার প্রতিমন্ত্রীর দপ্তরে গিয়ে দেখা গেছে, তার দপ্তর এখনো বন্ধ রয়েছে। বাতি জ্বলেনি। দপ্তরে তার পি এস কিংবা ব্যক্তিগত কর্মকর্তা কেউ নেই। কেবল জনসংযোগ কর্মকর্তারা রয়েছেন। সেখানে সাংবাদিকরা ভিড় করেছেন। প্রত্যেকেই জানতে চাচ্ছেন প্রতিমন্ত্রী কখন পদত্যাগপত্র জমা দেবেন?
তবে একজন জনসংযোগ কর্মকর্তা বলেন, এ বিষয়ে কিছু জানাতে পারেননি। তিনি শুধু বলছেন, 'প্রতিমন্ত্রী পদত্যাগপত্র সংশ্লিষ্ট দপ্তরে পাঠাবেন।'
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, মুরাদ হাসান পদত্যাগ পত্র জমা দেবেন প্রধানমন্ত্রীর কাছে। সেখান থেকে এটি চলে আসবে মন্ত্রিপরিষদ বিভাগে। তারপর মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করবে।
তবে যেহেতু প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে, সেক্ষেত্রে মুরাদ হাসান কারও মাধ্যমে সরাসরি মন্ত্রিপরিষদ বিভাগেও পাঠাতে পারেন।
এ দিকে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান চট্টগ্রাম থেকেই তার পদত্যাগপত্রটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়ে দেবেন।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোন এবং হোয়াটসঅ্যাপ নম্বর বন্ধ রয়েছে।
তার সঙ্গে থাকা সহকারী একান্ত সচিব নাঈমেরও মুঠোফোন বন্ধ রয়েছে। ফলে তাদের কারও সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।
অশালীন, শিষ্টাচারবহির্ভূত ও নারীর প্রতি চরম অবমাননাকর বক্তব্য দেওয়ায় মুরাদ হাসানকে আজকের মধ্যে পদত্যাগ করতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা জানান।
এনএইচ/টিটি