শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪ | ২৭ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

সোমবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। ছবি: সংগৃহীত

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি আগামী সোমবার বাংলাদেশ সফরে আসছেন। শুক্রবার (৬ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল নয়াদিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে জানান, ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জসিম উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়া ঢাকায় আরও কয়েকটি বৈঠক করবেন তিনি।

ভারতের পররাষ্ট্র সচিব ৯ ডিসেম্বর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফরেন অফিস কনসালটেশন (এফওসি) করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘এটি বাংলাদেশের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগের অংশ।’

গত আগস্টে শেখ হাসিনা সরকারের পতন ও অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর এই প্রথম ভারতের কোনো কূটনীতিক বাংলাদেশে আসছেন।

রণধীর জয়সওয়াল বলেন, ‘ভারতের পররাষ্ট্র সচিব এফওসিতে অংশ নিতে আগামী ৯ ডিসেম্বর ঢাকা যাচ্ছেন। ঢাকায় অবস্থানকালে তিনি বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের সঙ্গে বৈঠক করবেন।’ তবে বিক্রম মিশ্রি ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন কি না, তা এখনো জানা যায়নি।

এফওসি সম্পর্কে জানতে চাইলে মুখপাত্র জয়সওয়াল বলেন, ‘ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট সব বিষয়ে আলোচনা করবেন।’

Header Ad
Header Ad

গণমাধ্যমই দেশের ভালো-মন্দের অতন্দ্র প্রহরী: শাকিল উজ্জামান

ছবিঃ নিজস্ব প্রতিনিধি

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান বলেছেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। গণমাধ্যমের উপর রাষ্ট্রের অনেক কিছু নির্ভর করে। তারা দেশের ভালো-মন্দের অতন্দ্র প্রহরী। যে রাষ্ট্রের গণমাধ্যম যতবেশি শক্তিশালী সে রাষ্ট্রের দুর্নীতি, লুটপাট কম গণমাধ্যম শক্তিশালী হলে দুর্নীতিবাজ-লুটেরা পালিয়ে যেতে বাধ্য হয়।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইল প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানাতে এসে এমন মন্তব্য করেন তিনি।

শাকিল উজ্জামান বলেন, আমরা যখন ফ্যাসিবাদী স্বৈরাচারী হাসিনার দুর্নীতি, লুটপাটের বিরুদ্ধে কথা বলতে গিয়ে নির্যাতনের স্বীকার হয়েছি তখন আপনারাই গণমাধ্যমে তা তুলে ধরেছেন। আমি যখন র‍্যাব দ্বারা গুমের স্বীকার হয়েছি তখন আপনারাই আমার সন্ধানে গণমাধ্যমে লিখেছেন। আমার বিরুদ্ধে সংঘটিত নির্যাতনের সচিত্র চিত্র তুলে ধরেছেন। গণমাধ্যম ও আপনারা তখন সোচ্চার না হলে হয়তো তারা আমাকে ক্রসফায়ার দিয়ে দিতো।

গণমাধ্যমের ভূমিকার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে তিনি আরও বলেন, আপনারা নির্ভয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করুন। গণঅধিকার পরিষদ আপনাদের পাশে আছে। নবনির্বাচিত কমিটিকে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে এসেছি। আমরা চাই আপনাদের মাধ্যমে সকল অসংগতির চিত্র ফুটে উঠুক এবং তা দূর হোক।

এ সময় উপস্থিত ছিলেন- নবনির্বাচিত কমিটির সভাপতি জাফর আহমেদ, সহ-সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক জাকেরুল মওলানা ও কার্যকরী সদস্য সোহেল তালুকদার।

এছাড়াও গণঅধিকার পরিষদের পক্ষে জেলা কমিটির সাবেক সদস্য সচিব মাহবুবুর রহমান রাসেল, সিনিয়র যুগ্ম সদস্য সচিব শামীমুর রহমান সাগর, যুগ্ম আহবায়ক মশিউর রহমান মনিরুজ্জামান মাষ্টার, গোবিন্দাসী ইউপি আহবায়ক আব্দুল খালেক, জেলা শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাসেল সানভী, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নবাব আলী, জাহিদুল ইসলাম তরুণ, আব্দুল খালেক, নাসির, মাহী, আল আমিন, সিয়াম, তামান্না ইসলাম তরি প্রমুখ উপস্থিত ছিলেন।

Header Ad
Header Ad

পোষ্য কোটা বাতিলের দাবিতে কুবি উপাচার্য বরাবর স্মারকলিপি

উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদানকালে শিক্ষার্থীরা।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষায় পৌষ্য কোটা বাতিলের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সাধারণ শিক্ষার্থীদের পক্ষ হতে মুহাম্মদ নাজিম উদ্দীন, মু. হান্নান রহীমসহ কয়েকজন শিক্ষার্থী এ স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা জানান, কোটাপ্রথা মেধার অবমূল্যায়ন এর অন্যতম একটি অযৌক্তিক ও অমানবিক মাধ্যম। কোটার সংস্কার করতে গিয়েই জুলাই অভ্যুত্থান রচিত হয়েছে এবং এর মাধ্যমে স্বৈরাচার সরকারের পতন হয়েছে। কোটার মাধ্যমে নির্দিষ্ট একটা শ্রেণীকে বাড়তি সুযোগ সুবিধা প্রদান করা সম্পূর্ণ অযৌক্তিক ও অবৈধ।

স্মারকলিপিতে তারা আরও উল্লেখ করেছেন, দেশের সকল শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করে কুবির সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রশাসনের প্রতি এই বার্তা, 'অনতিবিলম্বে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষা থেকে পোষ্য কোটা বাতিল না করলে শিক্ষার্থীরা আবারও আন্দোলনের ডাক দিবে।'

এ ব্যাপারে মু. হান্নান রহীম বলেন, "পোষ্য কোটা সকল সাধারণ শিক্ষার্থীদের সাথে বৈষম্যমূলক আচরণের নামান্তর। পোষ্য কোটার মাধ্যমে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারিদের ছেলে মেয়ে ও স্ত্রীরা যে বাড়তি সুযোগ-সুবিধা পেয়ে থাকে, প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাকি পরীক্ষার্থীদের সাথে ওই বাড়তি সুবিধা সম্পূর্ণ অবৈধ ও অযৌক্তিক। বিপ্লব পরবর্তী বাংলাদেশেও পোষ্য কোটার প্রচলন বিপ্লবের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক যা বিপ্লব অবমাননার স্বরূপ।"

উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, "বিষয়টি আমি শুনেছি। এই সংক্রান্ত যাবতীয় ব্যাপার একাডেমিক কাউন্সিল দেখে থাকে। আমি বিষয়টি নিয়ে একাডেমিক কাউন্সিলে কথা বলব। একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে যে সিদ্ধান্ত আসবে সেটি।"

Header Ad
Header Ad

কুবির দুই ছাত্রলীগ কর্মীকে পুলিশের কাছে তুলে দিলো শিক্ষার্থীরা

ছাত্রলীগ কর্মী রাকেশ দাস ও এসকে মাসুম

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নৃবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী রাকেশ দাস এবং অর্থনীতি বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী এসকে মাসুমকে পুলিশের কাছে তুলে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন মামা হোটেলের সামনে থেকে রাকেশকে এবং বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের উত্তর মোড়ের পাকিস্তানি মসজিদের সামনে থেকে মাসুমকে কোটবাড়ী পুলিশ ফাঁড়ির কাছে তুলে দেয় সাধারণ শিক্ষার্থীরা। 

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী মো. হান্নান রহিম বলেন, ' কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লবের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল, সাধারণ ছাত্রদের নির্যাতনের সাথে জড়িত ছিল এবং স্বৈরাচারেরর দোসর হিসেবে কাজ করেছে, তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার অবস্থান নিয়েছি। তারই পরিপ্রেক্ষিতে আমরা রাকেশ দাসকে পুলিশে সপোর্দ করেছি। এছাড়াও যারা যারা ছাত্রলীগের দোসর হিসেবে কাজ করেছে তাদের বিরুদ্ধে আমরা অবস্থান নিচ্ছি। অতি দ্রুত আমরা তাদের মামলার প্রেক্ষিতে পুলিশে সপোর্দ করবো। এমনকি শিক্ষক, কর্মচারী যারাই স্বৈরাচারের দোসর হিসেবে কাজ করেছে সক্রিয়ভাবে তাদের বিরুদ্ধেও আমরা সোচ্চার। তাদেরকেও আমরা মামলার প্রেক্ষিতে পুলিশের কাছে সপোর্দ করবো।'

কোটবাড়ি পুলিশ ফাঁড়ির অফিসার্স ইনচার্জ আরিফ বলেন, 'শিক্ষার্থীরা মামলার আসামী হিসেবে আমাদের কাছে দিয়েছে দুইজনকে। আমরা ডিবি অফিসে হস্তান্তর করব, তারা সম্ভবত এরেস্ট হিসেবে গ্রহণ করবে।'

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলার মূখ্য সংগঠক আরাফ ভুঁইয়া বলেন, 'গত ১৫ জুলাই ও ২৯ জুলাই শিক্ষার্থীদের ওপর যে হামলা হয়েছে সে ঘটনার মামলা এটি। আরও বিস্তারিত বললে, সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজা-ই-ইলাহী বিগত দিনে শিক্ষার্থীদের ওপর যে ধরনের নির্যাতন ও অত্যাচার করেছে তার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল এরা। এছাড়াও যারা আছে এখনো তাদের বিরুদ্ধেও এই ব্যবস্থা চলমান থাকবে।"

এ ব্যাপারে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ সাজ্জাদ করিম খান বলেন, 'আমরা তাদের পূর্বের একটি মামলার আসামী হিসেবে গ্রেফতার করেছি। তাদের শীঘ্রই আদালতে প্রেরণ করে দেওয়া হবে।'

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম বলেন, 'রাকেশ দাসের বিষয়টা তার বিভাগের চেয়ারম্যান আমাকে জানিয়েছে। আমি পুলিশকে ফোন করার পর, পুলিশ বলেছে, সে নিয়মিত মামলার আসামী, আমরা তাকে ক্যাম্পাসের বাইরে থেকে ধরে নিয়ে এসেছি। আর মাসুমের বিষয়টা আমরা এখনো অবগত নই।'

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

গণমাধ্যমই দেশের ভালো-মন্দের অতন্দ্র প্রহরী: শাকিল উজ্জামান
পোষ্য কোটা বাতিলের দাবিতে কুবি উপাচার্য বরাবর স্মারকলিপি
কুবির দুই ছাত্রলীগ কর্মীকে পুলিশের কাছে তুলে দিলো শিক্ষার্থীরা
তিন পরিবর্তন নিয়ে মাঠে নেমে শুরুতেই দুই উইকেট
সৌদিকে আয়োজক বানাতে নিয়ম বদলালো ফিফা
১৫ বছর প্রেম করে বিয়ে করলেন কীর্তি সুরেশ
সাবেক ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ১৫৫ কোটি টাকার দুর্নীতির মামলা
নওগাঁয় গরুর মাংস মিলছে ৫৫০ টাকায়, কিনতে পারবেন ২৫০ গ্রামও
মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালো প্রবাসী
যশোরের শার্শায় অবৈধ দখলে থাকা ৩শ' বিঘা সরকারি জমি উদ্ধার
তবে কি খুলছে ডাকসুর বন্ধু দুয়ার?
‘অবৈধ বাংলাদেশি’ ঠেকাতে ভারতে বিশেষ অভিযান
ডোপ টেস্টের কার্যক্রম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিয়ে শুরু
মামলা নিষ্পত্তি হলে তারেক রহমান দেশে ফিরবেন: মির্জা ফখরুল
পুলিশে বড় রদবদল, জানা গেল নাম
গুম-খুন-নির্যাতনে ‘আয়নাঘর’ ছিল জানালেন র‍্যাবের ডিজি
মেয়ের বাবা হলেন ছাত্র-আন্দোলনে নিহত ছাত্রদল নেতা শহীদ রাব্বি
বিজয় দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণ পেলেন খালেদা জিয়া ও তারেক রহমান
পুলিশ ক্লিয়ারেন্স ফি তিন গুণ বাড়ালো স্বরাষ্ট্র মন্ত্রণালয়
জয়কে হত্যাচেষ্টা মামলায় বিএনপি নেতা মিল্টনের জামিন