আরেক দফা পানির দাম বাড়াবে ঢাকা ওয়াসা

করোনা মহামারির মধ্যে আবারও পানির দাম বাড়াবে ঢাকা ওয়াসা। ৪০ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
সোমবার (৭ জানুয়ারি) ঢাকা ওয়াসার বিশেষ বোর্ড সভায় এই প্রস্তাব তোলা হয়েছে। নিয়ম অনুযায়ী এটি এখন অনুমোদনের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হবে।
জানা যায়, ওয়াসার প্রস্তাব অনুযায়ী আবাসিক গ্রাহকদের প্রতি হাজার লিটার পানির বর্তমান দাম ১৫ টাকা ১৮ পয়সা থেকে বাড়িয়ে ২১ টাকা ২৫ পয়সা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। বাণিজ্যিক সংযোগের ক্ষেত্রে প্রতি এক হাজার লিটার পানির বর্তমান দাম ৪২ টাকা থেকে বাড়িয়ে ৫৮ টাকা ৮ পয়সার প্রস্তাব করা হয়েছে।
২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর গত ১৩ বছরে ১৪ বার পানির দাম বাড়ানো হয়েছে। এ অবস্থায় আরেক দফা পানির দাম বাড়ছে। যদিও পানির মান নিয়ে গ্রাহকের অভিযোগের শেষ নেই।
আরইউ/এসএ/
