জাতীয় ঐক্যের ডাক দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ। ছবি: সংগৃহীত
দেশের বর্তমান সংকটময় পরিস্থিতি মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বিভিন্ন রাজনৈতিক দল ও ধর্মীয় সংগঠনের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে এই ঐক্য গঠনের উদ্যোগ নিচ্ছেন।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি জানান, “জাতীয় ঐক্য সৃষ্টির লক্ষ্যে প্রধান উপদেষ্টা বুধবার (৪ ডিসেম্বর) দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবেন। পরের দিন তিনি বিভিন্ন ধর্মীয় সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। এছাড়া আজ সন্ধ্যায় ছাত্রনেতাদের সঙ্গেও তার বৈঠকের পরিকল্পনা রয়েছে। এই সব সংলাপের মূল উদ্দেশ্য জাতীয় ঐক্য প্রতিষ্ঠা।”
সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম অভিযোগ করেন, কিছু ভারতীয় মিডিয়া বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।
তিনি বলেন, “বিশেষত ভারতীয় কিছু মিডিয়া যাচাই-বাছাই ছাড়াই মিথ্যা তথ্য প্রচার করছে, যা দুই দেশের মধ্যে অযথা উত্তেজনা সৃষ্টি করছে। ভারতীয় মিডিয়ার এসব অপপ্রচার আমাদের জাতিকে ভুলভাবে উপস্থাপন করছে। এই ধরনের কার্যক্রম বন্ধ হওয়া উচিত।”
শফিকুল আলম আরও জানান, “আগস্ট মাসে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথা হয়েছিল। সে সময় ড. ইউনূস ভারতের প্রতিনিধিদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু ভারতীয় মিডিয়া আমাদের পক্ষ থেকে দেওয়া তথ্যগুলো উপেক্ষা করে তাদের পছন্দমতো তথ্য প্রকাশ করছে। আমরা সত্যের পক্ষে রয়েছি এবং সবসময় খোলামেলা আলোচনা করতে প্রস্তুত। কিন্তু ভারতীয় পক্ষ সত্য শুনতে চায় না বলে মনে হচ্ছে।”
জাতীয় ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে সংকট সমাধানে ড. মুহাম্মদ ইউনূসের এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক দল ও ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপের মাধ্যমে দেশের চলমান সমস্যাগুলো মোকাবিলায় একটি স্থিতিশীল পরিবেশ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।