আমাদের সম্পর্কে গুজব ছড়াচ্ছে ভারতীয় মিডিয়া: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী অভিযোগ করেছেন, ভারতীয় গণমাধ্যম বাংলাদেশ সম্পর্কে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। তিনি বিশেষ করে ইসকন ও সংখ্যালঘু ইস্যুতে প্রচারিত গুজবের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। সোমবার (২ ডিসেম্বর) রংপুরে সফরকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির কোনো সুযোগ নেই। ইসকন ইস্যুতে ভারতীয় মিডিয়া উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ছড়াচ্ছে। দেশের গণমাধ্যমকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। আমাদের জনগণকে ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে এবং স্বাভাবিক অবস্থান বজায় রাখতে হবে।"
পীরগঞ্জের মদনখালী ইউনিয়নের জাফরপাড়া বাবনপুর গ্রামে সফরের সময় তিনি স্থানীয় বাসিন্দা আবু সাঈদের বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করেন এবং কবর জিয়ারত করেন। এ সময় তিনি জানান, সরকার মিথ্যা মামলাবাজি ও মামলা বাণিজ্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে। এছাড়া, গত জুলাইয়ে ঘটে যাওয়া গণঅভ্যুত্থানের মামলাগুলোর প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনা হবে।
পীরগঞ্জের বাবনপুর গ্রামের বাসিন্দাদের সহায়তায় তিনি ১৫ হাজার পরিবারের জন্য শীতবস্ত্র বিতরণের ঘোষণা দেন। একই সঙ্গে ‘আবু সাঈদ ফাউন্ডেশন’-এ ১০ লাখ টাকা অনুদান প্রদান করেন।
সফরকালে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম এবং অন্যান্য ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।
স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী তার বক্তব্যে বাংলাদেশি নাগরিক ও গণমাধ্যমকে একযোগে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, "দেশের স্বাভাবিক পরিস্থিতি অক্ষুণ্ন রাখতে সবাইকে সচেতন হতে হবে। যারা সামাজিক অস্থিরতা তৈরির চেষ্টা করছে, তাদের কঠোরভাবে দমন করা হবে।"
এ সফর স্থানীয় জনগণের জন্য যেমন ইতিবাচক বার্তা নিয়ে এসেছে, তেমনই সরকার যে জনগণের পাশে আছে তা পুনর্ব্যক্ত করেছে।