এক মাস পর আবারও উৎপাদনে ফিরলো মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্র
ছবি: সংগৃহীত
কয়লা সংকটের কারণে প্রায় এক মাস বন্ধ থাকার পর আবারও শনিবার থেকে উৎপাদনে ফিরলো কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্র। ইতোমধ্যে আমদানি করা হয়েছে বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লা। এই জ্বালানি উপকরণের সংকটের কারণে গত ৩১ অক্টোবর থেকে বিদ্যুৎকেন্দ্রটির ১ হাজার ২০০ মেগাওয়াটের দুই ইউনিট বন্ধ হয়ে গিয়েছিল।
বিষয়টি নিশ্চিত করে বিদ্যুৎকেন্দ্র পরিচালনাকারী প্রতিষ্ঠান কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের মাতারবাড়ী সাইট অফিসের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পরিচলন) মনোয়ার হোসেন মজুমদার
তিনি বলেন, এরই মধ্যে ইন্দোনেশিয়া থেকে ৭০ হাজার টন কয়লা নিয়ে জেটিতে জাহাজ ভিড়েছে। খালাস কার্যক্রমের পর শনিবার থেকে এই বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট ৬০০ মেগাওয়াট উৎপাদনে যাচ্ছে। এখন বিদ্যুতের চাহিদা আগের চেয়ে কমেছে। তবে চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে দ্বিতীয় ইউনিট আরও ৬০০ মেগাওয়াট উৎপাদনে যাবে।’
তিনি আরও বলেন, আগামী রবিবার ৬৬ হাজার টন কয়লা নিয়ে ইন্দোনেশিয়া থেকে আরেকটি জাহাজ মাতারবাড়ীতে আসবে। আইনি জটিলতা শেষে এই বিদ্যুৎকেন্দ্রে এক বছরে ৩৫ লাখ টন কয়লা আমদানি করার জন্য মেঘনা গ্রুপ ও বিরলা নামে যৌথ একটি প্রতিষ্ঠানের সঙ্গে তাদের চুক্তি হয়েছে।
বঙ্গোপসাগরের কূল ঘেঁষে মাতারবাড়ীর ১ হাজার ৬০০ একরের পরিত্যক্ত লবণ মাঠে নির্মাণ করা হয়েছে ১ হাজার ২০০ মেগাওয়াট ধারণক্ষমতার এই তাপবিদ্যুৎকেন্দ্র। বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণে খরচ হয়েছে প্রায় ৫১ হাজার ৯৮৪ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করছে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিডেট। নির্মাণ শেষের পর ২০২৩ সালের ২৯ জুলাই পরীক্ষামূলক উৎপাদনে যায় প্রথম ইউনিট।