সেতু থেকে রেলের সচিব হলেন ফাহিমুল ইসলাম

মো. ফাহিমুল ইসলাম। ছবি: সংগৃহীত
সেতু বিভাগের সচিব মো. ফাহিমুল ইসলামকে রেলপথ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। বুধবার (২০ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার উপসচিব জামিলা শবনম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব থাকার সময় গত ৭ অক্টোবর সেতু বিভাগের সচিব হন ফাহিমুল ইসলাম।
এদিকে পৃথক আরেক প্রজ্ঞাপনে রেলপথ সচিব আব্দুল বাকীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে জনপ্রশাসনে ন্যাস্ত করা হয়েছে। অবসরে যাওয়ার সুবিধার্থে আব্দুল বাকীকে ওএসডি করা হয়েছে।
প্রসঙ্গত, গত ৭ অক্টোবর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মো. ফাহিমুল ইসলামকে পদোন্নতি দিয়ে সেতু বিভাগের নতুন সচিব হিসেবে নিয়োগ দেয় অন্তর্বর্তীকালিন সরকার।
