সংবিধানে গণভোট পুনঃপ্রবর্তনের আহ্বান জানালেন অ্যাটর্নি জেনারেল
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। ছবি: সংগৃহীত
সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ ঘোষণা করা হবে না, এ মর্মে জারি করা রুলের শুনানিতে সংবিধানে গণভোটের বিধান পুনঃপ্রবর্তনের আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
হাইকোর্টে তিনি বলেন, "সংবিধানের ১৪২ অনুচ্ছেদে গণভোটের বিধান ছিল, যা পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাতিল করা হয়েছিল। আমরা এই গণভোটের বিধানটি বহাল চাই। যারা অস্বচ্ছ পন্থায় নির্বাচিত হয়েছিলেন, তাদের ভোটে এই বিধান বাতিল হয়েছিল।"
বুধবার (১৩ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চে এসব বক্তব্য তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল।
শুনানিতে তিনি আরও বলেন, সংবিধানের ৭(খ) অনুচ্ছেদের মাধ্যমে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে। "সংবিধানের মূলনীতি হলো গণতন্ত্র, সমাজতন্ত্র নয়। আমরা সমাজতন্ত্র বাদ দিতে চাই। কেউ শেখ মুজিবুর রহমানের অবদানকে অস্বীকার করে না, তবে জাতির পিতা হিসেবে স্বীকৃতির বিষয়টি বিতর্কিত। স্বাধীনতার পর তৈরি করা সংবিধানে জাতির পিতার উল্লেখ ছিল না; এটি পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছে। ফলে কেউ এর বিরোধিতা করলে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়, যা সংবিধানের মৌলিক চেতনার পরিপন্থি।"
তিনি সংবিধানের ৬ অনুচ্ছেদ বাতিলের আবেদন জানিয়ে বলেন, ভাষার ভিত্তিতে জাতীয় পরিচয় নির্ধারণ বিশ্বে বিরল, এবং এটি বিভেদের সৃষ্টি করেছে। এছাড়া ৭ (ক) ও ৭ (খ) অনুচ্ছেদ গণতন্ত্রকে ধ্বংসের উদ্দেশ্যে সংযোজন করা হয়েছে এবং স্বৈরশাসনের দীর্ঘায়িতকরণের জন্য তা প্রণয়ন করা হয়েছে। এটি আইনের শাসনের পরিপন্থি।
ধর্মনিরপেক্ষতা নিয়ে বিতর্কিত মন্তব্য করে অ্যাটর্নি জেনারেল বলেন, সংবিধানের ৮ অনুচ্ছেদে ধর্মনিরপেক্ষতার বিষয়টি যুক্ত করার প্রয়োজন নেই। দেশের প্রায় ৯০ শতাংশ মানুষ মুসলমান, এবং সংবিধানে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাসের উল্লেখ পূর্বের মতো রাখা উচিত।
তিনি আরও উল্লেখ করেন, বাঙালি জাতীয়তাবাদের ধারণা ৯ অনুচ্ছেদে সন্নিবেশিত হয়েছে, যা অন্যান্য ধারণার সঙ্গে সাংঘর্ষিক।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের বিষয়ে তিনি বলেন, "এটি বাতিলের ফলে জনগণের মৌলিক অধিকার ক্ষতিগ্রস্ত হয়েছে। পঞ্চদশ সংশোধনী মুক্তিযুদ্ধের চেতনা, ৯০’ এর গণঅভ্যুত্থান এবং ২৪-এর জুলাই বিপ্লবের সঙ্গে সাংঘর্ষিক। এটি বাতিল না হলে শহীদদের আত্মা শান্তি পাবে না।"
উল্লেখ্য, ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী পাস করা হয়। এই সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় এবং শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এছাড়া, নারীদের জন্য সংরক্ষিত আসনের সংখ্যা ৪৫ থেকে বাড়িয়ে ৫০ করা হয়।