বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ | ২৮ কার্তিক ১৪৩১
Dhaka Prokash
Header Ad

অচিরেই অনিবন্ধিত অটোরিক্সা নওগাঁ শহরে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হবে: জেলা প্রশাসক

ছবি : ঢাকাপ্রকাশ

দেশের চলমান পরিস্থিতির পর নওগাঁয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ভবিষ্যতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না হয় সে বিষয়ে সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারির পাশাপাশি জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার সদস্যসহ সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সচেষ্ট আছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. আব্দুল আউয়াল।

রোববার (১০ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আইন-শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি বিষয়ে প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান জেলা প্রশাসক।

প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নির্দেশনায় জেলা ম্যাজিস্ট্রেসি থেকে ইস্যুকৃত সকল সমর্পনযোগ্য আগ্নেয়াস্ত্র লাইসেন্সের বিপরীতে ক্রয়কৃত আগ্নেয়াস্ত্র জমা নেয়া হয়েছে। বর্তমানে জমাকৃত আগ্নেয়াস্ত্র কমিটির মাধ্যমে যাচাই-বাচাই করে ফেরত প্রদানের প্রক্রিয়া চলমান আছে। এছাড়াও গত দুই মাসে জেলায় ১৫২টি মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন অপরাধের দায়ে ৪১টি মামলায় ৬ লাখ ৫৯ হাজার ৯৫০ টাকা জরিমানা ও ১৪০ জনকে কারাদন্ডের দন্ডিত করা হয়েছে। সীমান্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এবং চোরাচালন রোধে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গত দুই মাসে ৩৩১টি অভিযান পরিচালনা করে ২১৪টি মামলায় ২৩৪ জনকে আটক করে। ২ কোটি ৬৭ লাখ ৩৯ হাজার ৯২টাকা সমমূল্যের মালামাল উদ্ধার করে।

জেলা প্রশাসক আব্দুল আউয়াল বলেন- দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ও মানুষের ক্রয় ক্ষমতার নাগালের মধ্যে রাখতে টাস্কফোর্সের মাধ্যমে বাজার মনিটরিং কার্যক্রম চলমান রয়েছে। নিষিদ্ধ পলিথিন ব্যবহারের বিরুদ্ধে মোবাইল কোর্ট ও সচেতনতামূলক গনসংযোগ কার্যক্রম পরিচালনা করা হয়। এই কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন বাজার ও চালকলে ব্যবসায়ী, বিক্রেতা ও ক্রেতাদের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে। একই সাথে নিষিদ্ধ পলিথিন ব্যাবহারের জন্য ১৭টি মামলায় ১৫ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

তিনি আরও বলেন, নওগাঁ শহরের যানজট নিয়ন্ত্রণে অনিবন্ধিত অটোরিক্সা, থ্রি হুইলার পৌরসভার মাধ্যমে নিবন্ধনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অচিরেই অনিবন্ধিত অটোরিক্সা, থ্রি হইলার নওগাঁ শহরে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হবে। সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় এবছর শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।

নওগাঁ জেলায় বিভিন্ন সময়ে রাজনৈতক কারনে দায়েরকৃত হয়রানিমূলক মামলাসমূহ প্রত্যাহারের বিষয়ে গঠিত কমিটির সভা আয়োজন ও গণবিজ্ঞপ্তি জারি করাসহ এ সংক্রান্ত কার্যক্রম চলমান রয়েছে। শ্রেনিকক্ষে নিয়মিত পাঠদান কার্যক্রম অব্যাহত রাখাসহ শিক্ষা প্রতিষ্ঠানে শৃংখালা ফিরিয়ে আনা হয়েছে। বৈষম্যবিরোধি ছাত্র-জনতার আন্দোলনে নওগাঁ জেলার শহিদদের তালিকা চূড়ান্ত করা হয়েছে এবং আহতদের চূড়ান্ত তালিকা প্রস্তুতের কার্যক্রম চলমান রয়েছে।

জেলার যে সমস্ত স্থানীয় সরকার প্রতিষ্ঠানে জনপ্রতিনিধিদের অনুপস্থিতিতে সরকার কর্তৃক প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে, সে সমস্ত প্রতিষ্ঠান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে যাতে জনগন তাদের কাঙ্ক্ষিত সেবা পেতে পারে বলেও জানান জেলা প্রশাসক।

এসময় পুলিশ সুপার কুতুব উদ্দিনসহ সেনাবাহিনী, র‌্যাব ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Header Ad

মিষ্টি পান চাষে জহুরুলের বাজিমাত, অল্পদিনেই সংসারে ফিরেছে দারুণ স্বচ্ছলতা

ছবি : ঢাকাপ্রকাশ

অভাব-অনটনের সংসার তার। অন্যের দোকানে টেইলারিং (দর্জির) কাজ করতো। দিন-রাত হাড়ভাঙা পরিশ্রম করেও কখনো সফলতার আলো দেখতে পাননি। ভাগ্যের চাকায় অভাবের শনি লেগেই তো। কোনো রকম খেয়ে না খেয়ে সংসার চালিয়ে আসলেও সন্তানদের লেখাপড়া খরচ বহন করতে পারতো না। কি করবেন এটা ভেবে মানুষিকভাবে এনিয়ে দুশ্চিন্তায় থাকতেন থাকতেন।

এমন পরিস্থিতিতে হতাশায় ভুগতে থাকে। একপর্যায়ে এক বন্ধুর পরামর্শ ও সহযোগিতায় বাড়ির আঙিনায় পরীক্ষামূলকভাবে চাষ করেন রাজশাহীর মিষ্টি পান। এরপর মিষ্টি পান চাষেই তার ভাগ্যের চাকায় স্বচ্ছলতা ফিরে আসে। পরে তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। এদিকে, পান চাষের তার এমন সফলতা দেখে অন্যরাও উৎসাহিত হচ্ছেন।

 

ছবি : ঢাকাপ্রকাশ

বলছিলাম টাঙ্গাইলের নাগরপুরের ৩৮ বছর বছর বয়সী হতদরিদ্র কৃষক মো. জহুরুল ইসলামের সফলতার গল্প। জহুরুল ইসলাম উপজেলার মামুদ নগর ইউনিয়নের ভাতশালা গ্রামের মৃত সরব আলীর ছেলে। স্ত্রী ও দুই মেয়ে নিয়ে সংসার তার।

জহুরুল ইসলাম বলেন, ২০২১ সাল থেকে আমি পান চাষ করছি। উপজেলায় আমিই প্রথম রাজশাহীর মিষ্টি পানের চাষ শুরু করি। পানের বরজ তৈরি করতে প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা খরচ হয়। কোনো সমস্যা হলে রাজশাহীর চাষিদের পরামর্শ নিই। পান চাষে এ পর্যন্ত ২ লাখ টাকা লাভ হয়েছে। আশা করছি আবহাওয়া অনুকূলে থাকলে লাভের পরিমাণ বাড়বে।

তিনি বলেন, আমি এই বাগানের পান স্থানীয় হাট-বাজারসহ জেলার অন্যান্য উপজেলাতেও পাইকারি বিক্রি করি। মাঝে মাঝে বিক্রির জন্য রাজশাহীতেও পাঠাই। এ বছর ঝড় ও টানা বৃষ্টিতে বরজের প্রায় দেড় লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। বেশ কিছু পান গাছ মারা গেছে। পোকার উপদ্রব ঠেকাতে ওষুধ ছিটানো ছাড়া অতিরিক্ত কোনো খরচ নেই বলে পান চাষ লাভজনক।

স্থানীয় কৃষক হামিদ খান ও কাদের আলীসহ অনেকে বলেন, মিষ্টি পান চাষের আগে জহুরুল অতিকষ্টে জীবনযাপন করতো। পরে অনেক কষ্ট করে রাজশাহীর মিষ্টি পানের একটি বরজ তৈরি করেছে। আমরা তার এখান থেকে পান কিনে খাই। পানের স্বাদ রাজশাহীর পানের মতোই। তার এমন দারুণ সফলতা দেখে আমরা নিজেরাও মিষ্টি পান চাষের জন্য আগ্রহ প্রকাশ করছি।

এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার মো. ইমরান হোসাইন জানান, পান চাষে সফল জহিরুল ইসলাম। তিনি তার ২৫ শতাংশ জমিতে পান চাষ করেছে। আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে সার্বক্ষণিকভাবে পানের বাগানের খোঁজ-খবর রাখছি এবং পরামর্শ দিয়ে আসছি। এছাড়া পান চাষের জন্য উপযোগী নাগরপুর। উপজেলার পান চাষে উদ্যোক্তা তৈরির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। আগ্রহীদের সবধরণের সহযোগীতা করা হবে।

Header Ad

ঝুহাইয়ে প্রাইভেটকারের চাপায় ৩৫ জনের মৃত্যু, আহত ৪৩

ছবি: সংগৃহীত

চীনের দক্ষিণাঞ্চলীয় ঝুহাই শহরে একটি প্রাইভেটকার পথচারীদের ওপর চালিয়ে দেওয়ার ঘটনায় অন্তত ৩৫ জন নিহত এবং ৪৩ জন আহত হয়েছেন। সোমবার (১১ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় ঝুহাই স্পোর্টস সেন্টারের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। চীনা পুলিশের বরাত দিয়ে মঙ্গলবার (১২ নভেম্বর) এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, ফ্যান নামের এক ব্যক্তি তার এসইউভি গাড়ি নিয়ে হঠাৎ পথচারীদের ওপর আক্রমণ চালান। গাড়িটি স্পোর্টস সেন্টারের সামনে থাকা প্রতিবন্ধকতা ভেঙে সামনে দাঁড়িয়ে থাকা লোকজনের ওপর উঠিয়ে দেন তিনি। এতে অনেকেই গাড়ির নিচে চাপা পড়েন, এবং ঘটনাস্থলেই অনেকের মৃত্যু হয়।

এ ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, এবং তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। চালক ফ্যান নিজেও গুরুতর আহত হয়ে কোমায় আছেন। হামলা চালানোর পর পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও, পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হামলার পর ঘটনাস্থলে চরম আতঙ্ক বিরাজ করে। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা কিছু ভিডিও ফুটেজে দেখা যায়, ঘটনাস্থলে অনেক মানুষ মাটিতে পড়ে আছেন। স্থানীয় প্যারামেডিকস ও সাধারণ পথচারীরা আহতদের সেবা দিতে এগিয়ে আসেন। তবে বেশিরভাগ ভিডিও চীনা সামাজিক যোগাযোগমাধ্যম থেকে মুছে ফেলা হয়েছে।

এই মর্মান্তিক ঘটনায় চীনজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Header Ad

বশির উদ্দিন ও ফারুকীকে সরাতে আইনি নোটিশ

ছবি: সংগৃহীত

চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও ব্যবসায়ী সেখ বশির উদ্দিন সদ্য অন্তর্বর্তী সরকারে নিয়োগ পাওয়া উপদেষ্টা । তাদের দুজনের পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ দিয়েছেন এক আইনজীবী।

মঙ্গলবার (১২ নভেম্বর) অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টাকে এই নোটিশ পাঠিয়েছেন ঢাকা জজ কোর্টের আইনজীবী মো. সফিকুল ইসলাম।

নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে তাদের পদত্যাগ কার্যকরের দাবি জানানো হয়েছে এই নোটিশে। অন্যথায় ওই আইনজীবী নিজেকে উপদেষ্টামণ্ডলীতে অন্তর্ভুক্ত করার আবেদন জানিয়েছেন।

লিগ্যাল নোটিশে বলা হয়েছে, ফ্যাসিস্ট সরকারের উপাদান বিদ্যমান এমন ব্যক্তিদের উপদেষ্টামণ্ডলীতে অন্তর্ভুক্ত করা হয়েছে যা দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। আমরা চাই তাদের পদত্যাগের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কলঙ্কমুক্ত ও বিতর্কিতমুক্ত হোক।

গত রোববার নতুন তিনজন উপদেষ্টা নিয়োগ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ দেন মাহফুজ আলম, সেখ বশির উদ্দিন ও মোস্তফা সরয়ার ফারুকী।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করে আসা মাহফুজ আলমকে নিয়ে কোনো বিতর্ক না উঠলেও বাকি দুজনকে নিয়ে তুমুল বিতর্ক ওঠে।

ফারুকীকে নিয়ে বিতর্কের কারণ হলো, ফারুকী ও তার অভিনেত্রী স্ত্রী তিশা শেখ হাসিনা বা আওয়ামী লীগের ঘনিষ্ঠ ছিলেন বলে অভিযোগ রয়েছে। অনেকে শেখ হাসিনার সাথে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার হাস্যোজ্জ্বল ছবিও পোস্ট করেছেন।

অন্যদিকে সেখ বশির উদ্দিন আওয়ামী লীগের সাবেক এমপি সেখ আফিল উদ্দিনের ভাই ও একটি মামলার আসামি এমন তথ্যও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। তার নাম সম্বলিত মামলার কাগজের ছবি ব্যাপকভাবে শেয়ার করা হচ্ছে। তিনি জানিয়েছেন যে এটি সঠিক কি না তা যাচাই করা হচ্ছে।

Header Ad

সর্বশেষ সংবাদ

মিষ্টি পান চাষে জহুরুলের বাজিমাত, অল্পদিনেই সংসারে ফিরেছে দারুণ স্বচ্ছলতা
ঝুহাইয়ে প্রাইভেটকারের চাপায় ৩৫ জনের মৃত্যু, আহত ৪৩
বশির উদ্দিন ও ফারুকীকে সরাতে আইনি নোটিশ
ঢালাও মামলা আমাদের বিব্রত করে : আইন উপদেষ্টা
বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে : হাসনাত আব্দুল্লাহ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের অবাঞ্ছিত ঘোষণা সাধারণ শিক্ষার্থীদের
টাকার জন্য মাকে হত্যা, লাশ ডিপ ফ্রিজে রেখেছিল ছেলে
মাদক ও বাল্য বিবাহকে না বলে শপথ নিলো ৬শ শিক্ষার্থী
ওমরাহ পালনে সৌদি আরবে সাকিব আল হাসান
‘যুদ্ধ শেষ হয়নি’, আবারও লাল ফেসবুক ওয়াল
সাবেক এমপি ইলিয়াস মোল্লার সহযোগী বেনু গ্রেপ্তার
পরিবর্তনে খাপ খাইয়ে না চললে আ’লীগের মতো ছিটকে পড়তে হবে : মঈন খান
দুই মাসে তিতাসের অভিযানে ৭ হাজারের বেশি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ৭৯ লাখ টাকা জরিমানা
প্রধান উপদেষ্টার আমন্ত্রণে বাংলাদেশে আসবেন ফিফা প্রেসিডেন্ট
রোবটের আঁকা একটি ছবি বিক্রি হলো ১৫ কোটি টাকায়
কপ ২৯ সম্মেলনে বিশ্বনেতাদের সাথে শুভেচ্ছা বিনিময়ে অধ্যাপক মুহাম্মদ ইউনূস
ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ৯ নম্বরে নেমে গেল বাংলাদেশ
আন্দোলনকারীদের রাজাকার বলা সেই জাবি অধ্যাপক বরখাস্ত
পত্রিকার সঠিক প্রচার সংখ্যা প্রকাশে সাংবাদিকদের সহায়তা চাইলেন তথ্য উপদেষ্টা